পুজোর প্রস্তুতিতে আগরতলায় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের উদ্যোগ, চলছে সংস্কার কাজ

2 Min Read
নিউজ ডেস্ক || আসন্ন পুজোর মরসুমে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ নিগমের উদ্যোগে শুরু হয়েছে ব্যাপক সংস্কার কাজ। এই কাজের অংশ হিসেবে রবিবার, ৩ আগস্ট, আগরতলা শহরের বিভিন্ন এলাকায় গাছ কাটা সহ বিদ্যুৎ ব্যবস্থার আনুষঙ্গিক সংস্কার কাজ চলবে। শহরের তিনটি বিদ্যুৎ বিভাগেই এই কাজের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।
বনমালীপুরের ১ নম্বর বিভাগের প্রগতি সাবস্টেশনের ৩৩ ভায়া ১১ কিলোভোল্ট এলাকায় রবিবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত সংস্কার কাজ চলবে। বিকল্প উপায়ে বিদ্যুৎ সরবরাহের ব্যবস্থা থাকলেও কৃষ্ণনগর, ক্যান্টনমেন্ট, রামনগর ৫ থেকে ১০ নম্বর রোড, চন্দনখলা, বিদুরকর্তা চৌমুহনী, কদমতলি, টিআরটিসি এবং জিটি রোড সংলগ্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহে সাময়িক ব্যাঘাত ঘটতে পারে।
শহরের ৭৯টিলাস্থিত ৩ নম্বর বিভাগে ৩৩ কিলোভোল্ট বিদ্যুৎ ব্যবস্থার সংস্কার কাজ হবে। সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত এই কাজ চললেও এই এলাকায় বিদ্যুৎ সরবরাহে কোনও সমস্যা হবে না বলে জানা গেছে।
বড়দোয়ালীর ২ নম্বর বিভাগের চারিপাড়া সাবস্টেশনের ৩৩ ভায়া ১১ কিলোভোল্ট ব্যবস্থায় সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত সংস্কার কাজ চলবে। এর ফলে বালক সংঘ থেকে ত্রিবেণী সংঘ, ক্যাম্পের বাজার, অরুন্ধতীনগরের ১১ থেকে ১৯ নম্বর রোড, সর্ব ধর্ম মিশন, উত্তরণ সংঘ, গজারিয়া, মুসলিম পাড়া, গোলটিলা, নন্দীটিলা, হারজিৎ সংঘ, হাইরমারা টিলা, বিমলা স্মৃতি সংঘ এবং দীনদয়াল আশ্রম পাড়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ নিগমের এই উদ্যোগের লক্ষ্য পুজোর সময় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা। তবে সংস্কার কাজের জন্য সাময়িক অসুবিধার জন্য নাগরিকদের ধৈর্য ধরার অনুরোধ জানানো হয়েছে।
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version