পুলিশের সামনে প্রকাশ্য গুণ্ডামি: বিশ্রামগঞ্জে মহিলা-শিশুসহ পরিবারের উপর নৃশংস হামলা!

2 Min Read
নিজস্ব প্রতিনিধি || বুধবার সকাল ১১টায় বিশ্রামগঞ্জে এক চাঞ্চল্যকর ঘটনায় মাতা ত্রিপুরাসুন্দরী মন্দিরে যাওয়ার পথে একটি পরিবারের উপর দুষ্কৃতীদের হামলার শিকার হয়। আক্রান্ত পরিবারের অভিযোগ, হামলাকারীরা প্রকাশ্য রাজপথে নারী ও শিশুসহ ১৬ জনের একটি দলকে নির্মমভাবে মারধর করেছে। ঘটনাটি ঘটে বিশ্রামগঞ্জের দেওয়ান বাজার এলাকায়।
জানা গেছে, বিশালগড় থানাধীন বাইদ্যারদিঘি কসবা এলাকার সরজিত সাহা তার পরিবারের ১৬ জন সদস্য নিয়ে দুটি গাড়িতে করে মাতা ত্রিপুরাসুন্দরী মন্দিরের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন। পথে বিশ্রামগঞ্জে এক বাইক আরোহী যুবক মোবাইল ফোনে কথা বলতে বলতে তাদের গাড়িতে ধাক্কা দেয়। এই ঘটনাকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। পরে ওই যুবক তার বন্ধুদের ডেকে এনে প্রকাশ্য রাস্তায় গাড়ি থেকে পরিবারের সদস্যদের টেনে নামিয়ে মারধর শুরু করে। এমনকি পুলিশের সামনেও এই হামলা চলতে থাকে। স্থানীয় ব্যবসায়ী ও অন্যান্যরা হস্তক্ষেপ করে প্রাথমিকভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
কিন্তু এরপরও হামলাকারীরা থেমে যায়নি। তারা আক্রান্ত পরিবারের গাড়ির পিছু ধাওয়া করে দেওয়ান বাজার এলাকায় পুনরায় গাড়ি আটক করে নারী ও শিশুসহ সকলকে নির্মমভাবে মারধর করে। এই হামলায় আহত হন অসিত দেব, ইলা দেব, সুস্মিতা পোদ্দার সাহা, সঞ্জয় সাহা, বাপি সাহা, সৌরভ সাহা এবং সরজিত সাহা। আহতরা প্রাথমিক চিকিৎসার জন্য বিশ্রামগঞ্জ হাসপাতালে ছুটে যান এবং পরে বিশ্রামগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেন।
অভিযুক্তদের মধ্যে রয়েছেন রামকৃষ্ণ রায়, শ্যামল দেবনাথ, সুমন দেবনাথ, রাহুল ঘোষ, সুভাষ দেবনাথ এবং বাপ্পা দেবনাথ। তাদের বাড়ি বিশ্রামগঞ্জ এলাকায়। অভিযোগ, এরা প্রভাবশালী পরিবারের সদস্য হওয়ায় পুলিশ তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছে না। দুপুর ১২টা থেকে সন্ধ্যা পর্যন্ত আক্রান্ত পরিবার থানায় অবস্থান করে অভিযুক্তদের গ্রেপ্তারের দাবি জানালেও পুলিশ কোনো উপযুক্ত পদক্ষেপ নেয়নি।
এই নৃশংস হামলার ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে, যা নিয়ে জনমনে নিন্দার ঝড় উঠেছে। স্থানীয় মাতব্বররা ঘটনাটি মীমাংসার চেষ্টা করলেও আক্রান্ত পরিবার ও সাধারণ মানুষ হামলাকারীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থার দাবি জানিয়েছেন।
প্রকাশ্য দিবালোকে এমন ন্যাক্কারজনক হামলার ঘটনা আইনশৃঙ্খলার অবনতির চিত্র তুলে ধরে। দ্রুত অভিযুক্তদের গ্রেপ্তার ও শাস্তির দাবি জানাচ্ছে এলাকার জনগণ।
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version