পূর্বোত্তর এনএসএস উৎসব ও জাতীয় ইন্টিগ্রেশন ক্যাম্পের আয়োজন সহ ক্রীড়া পরিকাঠামোর পর্যালোচনা

2 Min Read
নিউজ ডেস্ক || ত্রিপুরার ক্রীড়া ক্ষেত্রে নতুন গতি ও পরিকল্পনার দিশায় আজ এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হলো। ক্রীড়ামন্ত্রী টিংকু রায়ের সভাপতিত্বে ক্রীড়া দপ্তরের তিনটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়, যেখানে রাজ্যের খেলাধুলার সার্বিক পরিস্থিতি, ক্রীড়া পরিকাঠামো প্রকল্পের অগ্রগতি এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বৈঠকে উপস্থিত ছিলেন ক্রীড়া সচিব প্রদীপ কুমার চক্রবর্তী, ক্রীড়া অধিকর্তা সত্যব্রত নাথ সহ দপ্তরের বিভিন্ন আধিকারিক এবং জেলা দপ্তরের প্রতিনিধিরা।
প্রথম বৈঠকে আলোচনা হয় পূর্বোত্তর এনএসএস উৎসব নিয়ে, যা আগামী ২৩ থেকে ২৭ আগস্ট আগরতলায় অনুষ্ঠিত হবে। এই উৎসবে স্বাগতিক ত্রিপুরা সহ পূর্বোত্তরের আটটি রাজ্য অংশ নেবে। দ্বিতীয় বৈঠকে জাতীয় ইন্টিগ্রেশন ক্যাম্পের আয়োজন নিয়ে আলোচনা হয়। ‘এক ভারত শ্রেষ্ঠ ভারত’ থিমে এই ক্যাম্প আগামী ৯ থেকে ১৩ সেপ্টেম্বর আগরতলার শহিদ ভগৎ সিং যুব আবাসে অনুষ্ঠিত হবে। এই জাতীয় কর্মসূচিতে নেপাল, ভুটান, বাংলাদেশ ও মায়ানমার থেকেও প্রতিনিধিরা অংশ নেবেন।
তৃতীয় বৈঠকে রাজ্যের ক্রীড়া পরিকাঠামো ও দপ্তরের বিভিন্ন কাজকর্মের অগ্রগতি পর্যালোচনা করা হয়। বৈঠকে রাজ্যে গড়ে ওঠা ক্রীড়া পরিকাঠামোগুলোর রক্ষণাবেক্ষণের ওপর গুরুত্ব দেওয়া হয়। কেন্দ্রীয় সরকারের নির্দেশে রাজ্যের ক্রীড়া পরিকাঠামোর একটি বিস্তারিত রিপোর্ট তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া, ক্রীড়া দপ্তরের মাঠ, স্টেডিয়াম ও অন্যান্য সম্পদ তদারকির জন্য সদর দপ্তরে একজন অ্যাসেট তথা নোডাল অফিসার নিয়োগের নির্দেশ দেওয়া হয়েছে। পরবর্তী সময়ে প্রতিটি জেলায়ও এই দায়িত্বের জন্য একজন আধিকারিক নিয়োগের পরিকল্পনা নেওয়া হয়েছে।
এদিন, ক্রীড়ামন্ত্রী টিংকু রায় পানিসাগর শারীর শিক্ষণ আঞ্চলিক কলেজের সহকারী অধ্যাপক হিসাবে নিযুক্ত দুইজন প্রার্থীর হাতে নিয়োগপত্র তুলে দেন। এই উদ্যোগগুলো ত্রিপুরার ক্রীড়া ক্ষেত্রে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে বলে আশা করা হচ্ছে।
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version