পৃথিবীর মাটিতে ফিরছেন সুনীতা উইলিয়ামস

By onlinenews tripura 1 Min Read

নিউজ ডেস্ক || দীর্ঘ ৯ মাসের অপেক্ষার অবসান হতে চলেছে আগামী বুধবার। আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে (আইএসএস) অবস্থানরত ভারতীয় বংশোদ্ভূত আমেরিকান মহাকাশচারী সুনীতা উইলিয়ামস এবং তাঁর সঙ্গী বুচ উইলমোর অবশেষে পৃথিবীতে ফিরছেন।

মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা উপকূলে স্থানীয় সময় অনুযায়ী মঙ্গলবার বিকেল ৫টা ৫৭ মিনিটে তাঁদের ড্র্যাগন ক্যাপসুল অবতরণ করবে। ভারতের সময় অনুযায়ী এটি ঘটবে বুধবার ভোর সাড়ে ৩টায়।

রবিবার সকালে স্পেসএক্সের ড্র্যাগন যান মহাকাশ স্টেশনে পৌঁছেছিল, যেখানে চার নতুন মহাকাশচারী ছিলেন—নাসার অ্যান ম্যাক্লেন, নিকোল আইয়ার্স, জাপানের জাক্সার প্রতিনিধি তাকুয়া ওনিশি এবং রাশিয়ার রসকসমসের প্রতিনিধি কিরিল পেসকভ। সুনীতা ও বুচ তাঁদের দায়িত্ব বুঝিয়ে দিয়ে পৃথিবীতে ফিরবেন।

সুনীতা এবং বুচের সঙ্গে নাসার নিক হগ এবং রুশ নভোচারী আলেকজান্ডার গর্বুনভও ফিরবেন। নতুন দল আগামী কয়েক মাস মহাকাশ স্টেশনের দায়িত্ব সামলাবে।

এই ঐতিহাসিক যাত্রা মহাকাশ গবেষণার এক নতুন দিগন্ত উন্মোচন করবে বলে আশা করা হচ্ছে।

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version