প্রতিমা ভৌমিকের কনভয় আটকানোয় ক্ষুব্ধ, প্রশাসনের ভূমিকায় প্রশ্ন

2 Min Read
নিউজ ডেস্ক || ত্রিপুরার আমবাসায় প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিকের কনভয় পুলিশের ব্যারিকেডে আটকে যাওয়ায় তীব্র উত্তেজনার সৃষ্টি হয়েছে। ধর্মনগরে একটি সাংগঠনিক কর্মসূচিতে যোগ দিতে যাওয়ার পথে এই ঘটনায় ক্ষোভে ফেটে পড়েন প্রতিমা ভৌমিক। তিনি প্রশাসনের ভূমিকার তীব্র সমালোচনা করে বলেন, “স্বদলীয় ব্যারিকেডে আমাকেই আটকানো হচ্ছে। বনধের দিন যখন টিসিএস অফিসারদের মারধর করা হচ্ছিল, তখন ব্যারিকেড কোথায় ছিল?”
শান্তির বাজারে সম্প্রতি সংঘটিত ঘটনার প্রসঙ্গ তুলে তিনি বলেন, “যারা বনধ ডেকেছিল, তারা সর্বত্র অসভ্যতা করেছে। তারা জনজাতি সমাজের উপকারের কথা বলে, কিন্তু সেই সমাজেরই ক্ষতি করছে।” তিনি পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে বলেন, “বনধের দিন তিপরা মথার পিকেটিং আটকানোর সময় পুলিশ কোথায় ছিল? আমি সাংগঠনিক কাজে যাচ্ছি, আমাকে কেন আটকানো হল?” তিনি আরও অভিযোগ করেন যে, বিজেপি কর্মীরা প্রতিনিয়ত আক্রমণের শিকার হচ্ছেন, কিন্তু পুলিশের কোনো পদক্ষেপ দেখা যায় না।
প্রতিমা ভৌমিকের ক্ষোভের মুখে পুলিশের ভূমিকা নিয়ে তীব্র সমালোচনা উঠে আসে। তিনি বলেন, “আপনারা সরকারের অংশ নন, সরকারই আপনাদের অংশ হয়ে গেছে। আপনারা সরকারকে শেষ করে দিয়েছেন।” এই মন্তব্যে উপস্থিত পুলিশ আধিকারিকদের মধ্যে স্পষ্ট অস্বস্তি দেখা যায়। তিনি আরও জানান, এই ধরনের কার্যকলাপ রাজ্যের ভাবমূর্তি নষ্ট করছে এবং প্রশাসনের শৈথিল্যই এমন পরিস্থিতির জন্য দায়ী।
এই ঘটনাকে কেন্দ্র করে ত্রিপুরার রাজনৈতিক মহলে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। দলীয় সূত্রে জানা গেছে, প্রতিমা ভৌমিকের এই ক্ষোভ ও পুলিশের ভূমিকা নিয়ে তাঁর সরাসরি মন্তব্য বিজেপির অভ্যন্তরীণ অস্বস্তির ইঙ্গিত বহন করছে। ঘটনার পর তাঁর কনভয়কে ছেড়ে দেওয়া হয় এবং তিনি ধর্মনগরের উদ্দেশ্যে যাত্রা অব্যাহত রাখেন। তবে তাঁর তীব্র মন্তব্য ত্রিপুরার রাজনৈতিক মহলে নতুন করে আলোড়ন সৃষ্টি করেছে।
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version