নিউজ ডেস্ক || তিপরা মথার প্রাক্তন সুপ্রিমো প্রদ্যোত কিশোর দেববর্মণের নতুন ‘ওয়ান নর্থ ইস্ট’ উদ্যোগকে “অস্তিত্ব সংকট ঢাকার নতুন ফন্দি” বলে বিস্ফোরক অভিযোগ তুললেন প্রাক্তন সাংসদ তথা সিপিএম নেতা রেবতী কুমার ত্রিপুরা। রবিবার সাংবাদিক সম্মেলনে তিনি প্রদ্যোতের রাজনৈতিক অবস্থানকে “পরস্পরবিরোধী” ও “বিভাজনের রাজনীতি” বলে কটাক্ষ করেন।
রেবতী ত্রিপুরা বলেন, “আস্তাবল ময়দানের জনসভা আসলে তিপরা মথার সভা ছিল, ‘ওয়ান নর্থ ইস্ট’ নামে শুধু আড়াল করা হয়েছে। সেখানে প্রদ্যোত ও উত্তর-পূর্বের কয় কয়েকজন আঞ্চলিক নেতা উস্কানিমূলক বক্তব্য রেখেছেন। বিজেপির ছত্রছায়ায় সাহস পেয়েই এত বড় বড় কথা বলছেন তিনি।”
তিনি অভিযোগ করেন, তিপ্রাল্যান্ড-গ্রেটার তিপ্রাল্যান্ডের দাবি এখন “ডিকশনারি থেকে মুছে ফেলেছেন” প্রদ্যোত। “কংগ্রেসে থাকতে এক কথা, তিপরা মথা করতে আরেক কথা, ১০-১৫ বছর পর আবার বলবেন ভুল হয়েছে। বাবা-মায়ের পরিচয় লুকিয়ে শুধু দাদুর (মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য) নামেই রাজনীতি করেন,” বলেন রেবতী।
ত্রিপুরা উপজাতি এলাকা স্বশাসিত জেলা পরিষদে (টিটিএএডিসি) “আর্থিক শৃঙ্খলা শূন্য” এবং উন্নয়নের নামে “কেবল কথার ফুলঝুরি” বলেও অভিযোগ করেন তিনি। পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহার আমলে রাজ্যে উগ্রবাদ প্রায় নির্মূল হয়েছে বলে দাবি করেন রেবতী ত্রিপুরা।
প্রদ্যোতের পাল্টা কোনো বক্তব্য এখনও পাওয়া যায়নি। তবে ‘ওয়ান নর্থ ইস্ট’ উদ্যোগকে কেন্দ্র করে ত্রিপুরার রাজনৈতিক ময়দানে নতুন বিতর্ক তৈরি হওয়া এখন সময়ের অপেক্ষা।
