নিউজ ডেস্ক || প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আসন্ন ত্রিপুরা সফরকে কেন্দ্র করে আজ মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা উদয়পুরের মাতা ত্রিপুরাসুন্দরী মন্দির পরিসর ও পালাটানা ওটিপিসি হেলিপেড পরিদর্শন করেন। আগামী ২২ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী প্রসাদ প্রকল্পের আওতায় মন্দিরের নতুন পরিকাঠামো উন্নয়ন ও সৌন্দর্যায়ন প্রকল্পের শুভ উদ্বোধন করবেন।
মুখ্যমন্ত্রীর সঙ্গে পরিদর্শনে উপস্থিত ছিলেন মন্ত্রী প্রণজিৎ সিংহরায়, মন্ত্রী কিশোর বর্মন, সাংসদ রাজীব ভট্টাচার্য, জেলা সভাধিপতি দেবল দেবরায়, বিধায়ক অভিষেক দেবরায় এবং বিধায়ক জিতেন্দ্র মজুমদার। তাঁরা মন্দির পরিসর ও হেলিপেডে প্রস্তুতির বিষয়গুলো খতিয়ে দেখেন এবং সংশ্লিষ্ট আধিকারিকদের সঙ্গে আলোচনা করেন।
প্রধানমন্ত্রীর এই সফর ত্রিপুরার জন্য একটি গুরুত্বপূর্ণ ঘটনা। প্রসাদ প্রকল্পের অধীনে মাতা ত্রিপুরাসুন্দরী মন্দিরের নতুন রূপে সৌন্দর্যায়ন রাজ্যের ধর্মীয় ও সাংস্কৃতিক ঐতিহ্যকে আরও সমৃদ্ধ করবে বলে আশা করা হচ্ছে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, প্রধানমন্ত্রীর সফর সুষ্ঠুভাবে সম্পন্ন করতে রাজ্য প্রশাসন সমস্ত প্রস্তুতি নিশ্চিত করছে।
এই উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে ত্রিপুরাসুন্দরী মন্দিরের নতুন পরিকাঠামো পর্যটক ও ভক্তদের জন্য আরও আকর্ষণীয় হয়ে উঠবে বলে প্রত্যাশা করা হচ্ছে।