নিউজ ডেস্ক || প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ত্রিপুরার পালাটানা ওটিপিসি থেকে মায়ের মন্দিরের উদ্দেশে রওনা দিয়েছেন। এই সফরে তাঁকে উষ্ণ স্বাগত জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডা.) মানিক সাহা এবং রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু।
এর আগে, এমবিবি বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান আগরতলা পুর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার, মুখ্যসচিব এবং পশ্চিম ত্রিপুরা জেলার জেলা শাসক ডা. বিশাল কুমার সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। প্রধানমন্ত্রীর এই সফর ত্রিপুরার জন্য বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।