প্রভাবশালীদের বাঁধা মানবে না নিগম, আইনি পথেই হাঁটবে মেয়র

2 Min Read

আগরতলায় উন্নয়ন কাজে বাঁধা, প্রাক্তন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে মেয়রের কঠোর হুঁশিয়ারি

নিউজ ডেস্ক || আগরতলা পুর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার স্পষ্ট জানিয়েছেন, জনগণের উন্নয়নমূলক কাজে কোনও প্রভাবশালী ব্যক্তির বাঁধা বরদাস্ত করা হবে না। আজ শুক্রবার তিনি আইজিএম চৌমুহনী থেকে ওরিয়েন্ট চৌমুহনী পর্যন্ত চলমান কভার ড্রেন নির্মাণ কাজ পরিদর্শনে গিয়ে এই হুঁশিয়ারি দেন। তিনি অভিযোগ করেন, রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী সমীর রঞ্জন বর্মণ এবং তাঁর পরিবার এই সরকারি কাজে বাঁধা দেওয়ার চেষ্টা করছেন।

মেয়র জানান, আগরতলা স্মার্ট সিটি প্রকল্পের অধীনে এই কভার ড্রেন নির্মাণ কাজ চলছে, যার উদ্দেশ্য প্রাকৃতিক দুর্যোগে শহরকে জলমগ্নতা থেকে রক্ষা করা। কিন্তু সমীর রঞ্জন বর্মণ বারবার এই কাজে বাধা সৃষ্টি করছেন। তিনি দাবি করেন, প্রাক্তন মুখ্যমন্ত্রী ইঞ্জিনিয়ারদের কাজ করতে বাধা দিচ্ছেন, যা জনহিতকর প্রকল্পের অগ্রগতিতে ব্যাঘাত ঘটাচ্ছে।

পরিদর্শনের সময় মেয়র কঠোরভাবে বলেন, “কেউ যদি নিজেকে প্রভাবশালী ভেবে সরকারি কাজে বাধা দেয়, তবে তিনি যত বড় ব্যক্তিই হোন, সরকার তা মেনে নেবে না। প্রয়োজনে আইনি পথে হাঁটতে বাধ্য হবে নিগম।” তিনি জোর দিয়ে বলেন, জনগণের স্বার্থে এই প্রকল্প অব্যাহত থাকবে এবং কোনও বাধাই তা রুখতে পারবে না।

এই ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ কেউ মেয়রের কঠোর অবস্থানের প্রশংসা করলেও, অনেকে প্রাক্তন মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে এই বাধার কারণ জানতে আগ্রহী। আগরতলা পুর নিগম এই প্রকল্প দ্রুত শেষ করতে বদ্ধপরিকর, এবং মেয়রের এই হুঁশিয়ারি পরিস্থিতি কোন দিকে যায়, তা নিয়ে সকলের নজর রয়েছে।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version