প্রশাসনিক পক্ষাঘাত ও নেশার সংকটের বিরুদ্ধে ত্রিপুরা কংগ্রেসের গণঅবস্থান

1 Min Read

নিউজ ডেস্ক || প্রশাসনিক অরাজকতা, বেকারত্ব এবং মাদক সমস্যার বিরুদ্ধে সরব হয়ে বৃহস্পতিবার রাধানগর বাসস্ট্যান্ডে যৌথ গণঅবস্থান কর্মসূচি পালন করে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস। যুব কংগ্রেস, মহিলা কংগ্রেস, এনএসইউআই এবং সেবা দলের যৌথ উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে সাত দফা দাবি উত্থাপিত হয়।

কর্মসূচিতে অংশ নিয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা অভিযোগ করেন, বিজেপি শাসনকালে দেশজুড়ে অরাজকতা চলছে এবং ত্রিপুরায় প্রশাসন কার্যত পক্ষাঘাতগ্রস্ত। “নেশামুক্ত রাজ্যের প্রতিশ্রুতি দিয়ে বিজেপি রাজ্যকে নেশার করিডরে পরিণত করেছে,” বলেন তিনি। শাসক দলের ছত্রছায়ায় মাদক ব্যবসা ফুলেফেঁপে উঠেছে এবং পুলিশের একাংশ দলদাসে পরিণত হওয়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও দুর্বল হয়ে পড়েছে বলে মন্তব্য করেন সাহা।

সাত দফা দাবির মধ্যে রয়েছে—নেশা কারবারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা, সরকারি শূন্যপদ পূরণ, সরকারি শিক্ষার বেসরকারিকরণ বন্ধ, পুলিশকে স্বাধীনভাবে কাজের সুযোগ, ১২৫তম সংবিধান সংশোধনী বিল পাস, ককবরক ভাষায় রোমান হরফের সরকারি অনুমোদন, অটো-টমটম-ই-রিকশা চালকদের হয়রানি বন্ধ এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধি রোধ।

রাজ্যে যুব বেকারত্ব ২০ শতাংশ ছাড়িয়েছে এবং গত এক বছরে মাদক-সংক্রান্ত গ্রেপ্তার ৩০ শতাংশ বেড়েছে বলে পুলিশের তথ্যে উঠে এসেছে। এই কর্মসূচি স্থানীয় নির্বাচনের আগে বিজেপির প্রতি চাপ সৃষ্টি করতে পারে বলে মনে করছে রাজনৈতিক বিশ্লেষকরা।

দাবি পূরণ না হলে রাজ্যজুড়ে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে কংগ্রেস। উত্তর-পূর্ব ভারতের রাজনৈতিক সমীকরণে এই আন্দোলন গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version