নিউজ ডেস্ক ।। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে পরিবেশ সুরক্ষার বার্তা নিয়ে একটি প্লেকার্ড কর্মসূচি পালিত হয়েছে। আজ পোস্ট অফিস চৌমুহনি এলাকায় এই কর্মসূচির আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা, বিধায়ক সুদীপ রায় বর্মন, পীযুষ কান্তি বিশ্বাস সহ কংগ্রেসের অন্যান্য নেতৃবৃন্দ।
কর্মসূচিতে পরিবেশ রক্ষায় জনসচেতনতা বাড়াতে বিভিন্ন স্লোগান সম্বলিত প্লেকার্ড প্রদর্শন করা হয়। এর মধ্যে অন্যতম ছিল প্লাস্টিক বর্জনের আহ্বান। উপস্থিত নেতৃবৃন্দ জনগণের প্রতি প্লাস্টিক ব্যবহার বন্ধ করার বার্তা পৌঁছে দেন। সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিধায়ক সুদীপ রায় বর্মন বলেন, “বন্যার অন্যতম কারণ প্লাস্টিক। কিন্তু রাজ্য সরকার এ বিষয়ে কোনো কার্যকর পদক্ষেপ নিচ্ছে না। কংগ্রেসই একমাত্র জনগণ ও পরিবেশের কথা চিন্তা করে।”
তিনি আরও বলেন, “প্লাস্টিক ও অপরিচ্ছন্ন প্লেকার্ডের কারণে পরিবেশগত ভারসাম্য নষ্ট হচ্ছে। প্লাস্টিক ব্যবহারের ফলে ক্যান্সারের রোগী দিন দিন বাড়ছে।” তাই বিশ্ব পরিবেশ দিবসে সাধারণ মানুষ ও সরকারকে সচেতন করতে এই কর্মসূচির আয়োজন করা হয়েছে বলে তিনি জানান।
এই উদ্যোগের মাধ্যমে ত্রিপুরা কংগ্রেস পরিবেশ সুরক্ষায় সকলের সহযোগিতার আহ্বান জানিয়েছে।