বকেয়া বেতন ও নিয়োগের দাবিতে বিদ্যুৎ কর্মীদের আন্দোলন, বিদ্যুৎ ভবনে ডেপুটেশন

1 Min Read

নিউজ ডেস্ক || ত্রিপুরা স্টেট ইলেকট্রিসিটি কর্পোরেশন লিমিটেডের (টিএসইসিএল) সহযোগী সংস্থা ভিশন প্লাসের অধীনে কর্মরত প্রায় ৬০০ বিদ্যুৎ কর্মী বকেয়া বেতন পরিশোধ, আউটসোর্সিং প্রথা বাতিলসহ চার দফা দাবিতে আবারো সরব হয়েছেন। আজ তাঁরা বিদ্যুৎ ভবনের অধিকর্তার নিকট ডেপুটেশনে মিলিত হয়ে তাঁদের দাবি তুলে ধরেছেন।

কর্মীদের অভিযোগ, গত পাঁচ বছর ধরে তাঁরা ভিশন প্লাসের অধীনে বিভিন্ন পদে নিযুক্ত থাকলেও প্রতিশ্রুত বেতন বৃদ্ধি হয়নি। ন্যূনতম বেতনে সংসার চালাতে হিমশিম খেতে হচ্ছে তাঁদের। এছাড়াও, গত ছয় মাস ধরে বেতন বঞ্চনার শিকার হচ্ছেন তাঁরা। ভিশন প্লাসের কর্মকর্তাদের সঙ্গে কথা বললে জানানো হয়, বিদ্যুৎ দপ্তর থেকে বকেয়া বেতন প্রদান করা হচ্ছে না। ফলে বাধ্য হয়ে তাঁরা আজ বিদ্যুৎ ভবনে ডেপুটেশনে শামিল হয়েছেন।

কর্মীদের প্রধান দাবিগুলো হলো:
১. বকেয়া বেতন অবিলম্বে পরিশোধ করা।
২. আউটসোর্সিং প্রথা বাতিল করে সরাসরি বিদ্যুৎ দপ্তরের অধীন নিয়োগ।
৩. শ্রমিক আইনের আওতায় বেতন প্রদান।
৪. নিয়মিত বেতন বৃদ্ধি নিশ্চিত করা।

একজন বিদ্যুৎ কর্মী জানিয়েছেন, “পাঁচ বছর ধরে আমরা প্রতিশ্রুতি শুনে আসছি, কিন্তু বাস্তবে কিছুই হচ্ছে না। ন্যূনতম বেতনে জীবন চালানো অসম্ভব। আমরা ন্যায্য দাবি নিয়ে আন্দোলন করছি।”

বিদ্যুৎ দপ্তরের কর্মকর্তারা ডেপুটেশন গ্রহণ করলেও এ বিষয়ে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া জানাননি। কর্মীরা জানিয়েছেন, তাঁদের দাবি পূরণ না হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবেন।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version