নিউজ ডেস্ক || ত্রিপুরার বড়মুড়ায় অরাজনৈতিক মঞ্চের ডাকা ২৪ ঘণ্টার বনধকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়িয়েছে। আজ সকাল থেকে বনধ সফল করতে সমর্থকরা পিকেটিং শুরু করেন। সড়ক অবরোধ করে টায়ার জ্বালিয়ে ধর্মঘটকারীরা তাদের দাবি জানান। তাদের অভিযোগ, বিজেপি সরকার জনজাতিদের প্রতিশ্রুতি পালন করছে না। প্রাক্তন বৈরী নেতা চিত্ত দেববর্মা বলেন, “সরকার আমাদের পুনরায় ১৯৮০ সালের মতো অস্ত্র হাতে তুলে নিতে বাধ্য করছে।”
বনধের জেরে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালের অ্যাম্বুলেন্স আটকে দেওয়া হয়, ফলে রোগীদের জীবন বিপন্ন। রেল ও সড়কপথ অবরোধ করে বিক্ষোভে সামিল হন আন্দোলনকারীরা। ত্রিপুরা পুলিশের নীরব ভূমিকা নিয়ে জনমনে প্রশ্ন উঠেছে। চিত্ত দেববর্মা আরও বলেন, “কেন্দ্রের আহ্বানে এনএলএফটি ও এটিটিএফ জঙ্গি গোষ্ঠী অস্ত্র ত্যাগ করে স্বাভাবিক জীবনে ফিরলেও, দুই বছরেও ত্রিপাক্ষিক চুক্তি বাস্তবায়ন হয়নি।”
বিজেপি সরকারের প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ তুলে আন্দোলনকারীরা সরকারের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের নিষ্ক্রিয়তা নিয়ে উত্তেজনা বাড়ছে।
