বনমালীপুরে বাড়ি বাড়ি কংগ্রেসের প্রচার

1 Min Read
কংগ্রেস বিধায়ক গোপাল চন্দ্র রায় বনমালীপুরে বাড়ি বাড়ি গিয়ে লিফলেট বিতরণের মাধ্যমে কেন্দ্রীয় সরকারের দুর্বলতা ও জনগণের সমস্যাগুলো তুলে ধরছেন। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি কেন্দ্রীয় সরকারের ‘মন কি বাত’ কর্মসূচির তীব্র সমালোচনা করেন।
বিধায়কের অভিযোগ, গত ১১ বছরের ‘মন কি বাত’-এর কোনও পর্বেই সাধারণ মানুষের জীবনযন্ত্রণা, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধি, ক্রমবর্ধমান বেকারত্ব, সামাজিক অবিচার, নারীদের বিরুদ্ধে অপরাধের বৃদ্ধি এবং এসটি, এসসি, ওবিসি ও সংখ্যালঘু সম্প্রদায়ের দুর্দশার কথা উল্লেখ করা হয়নি। তিনি বলেন, “মন কি বাতে জনগণের জীবনযন্ত্রণা লাঘবের কোনও উল্লেখ নেই। তাই আমরা বাড়ি বাড়ি গিয়ে মানুষের কাছে সত্য তুলে ধরছি।”কংগ্রেসের এই উদ্যোগের মাধ্যমে জনগণের মধ্যে সরকারের নীতি ও কর্মকাণ্ডের সমালোচনা পৌঁছে দেওয়ার চেষ্টা চলছে।
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version