নিউজ ডেস্ক || ব্রিটিশ ভারত ছাড়ো আন্দোলনের ৮৩তম বার্ষিকী উপলক্ষে আগরতলার রাজপথে বিক্ষোভ মিছিল করেছে সংযুক্ত কিষাণ মোর্চা ও কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন সমূহের ত্রিপুরা রাজ্য কমিটি। ‘বহুজাতিক দেশ ছাড়, কর্পোরেট কৃষি ছাড়’ স্লোগানকে সামনে রেখে এদিন সংগঠনের নেতৃবৃন্দ আন্দোলনে নেমেছেন। মিছিলটি ভানু ঘোষ স্মৃতি ভবনের সামনে থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে একটি পথসভায় মিলিত হয়।
সংযুক্ত কিষাণ মোর্চার আহ্বায়ক পবিত্র কর সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, ভারত সরকার ব্রিটেনের সঙ্গে কৃষিপণ্য নিয়ে বাণিজ্য চুক্তি স্বাক্ষর করেছে এবং আমেরিকার সঙ্গেও আলোচনা চলছে। তিনি সতর্ক করে বলেন, এই চুক্তির ফলে কৃষকদের তিনটি কৃষি আইন বাতিলের লড়াই ব্যর্থ হবে। তিনি অভিযোগ করেন, সরকার কৃষি বাজারকে বিদেশি পুঁজিপতিদের হাতে তুলে দিচ্ছে, যার ফলে ভারতের দুধ, মাছ, মাংস, সবজি ইত্যাদির বাজার ধ্বংস হবে এবং দেশের কৃষি ব্যবস্থা সম্পূর্ণরূপে বিপর্যস্ত হয়ে পড়বে।
এই প্রেক্ষাপটে, ব্রিটিশ ভারত ছাড়ো আন্দোলনের ৮৩তম বার্ষিকীতে সংযুক্ত কিষাণ মোর্চা ও কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন সমূহের রাজ্য কমিটি আগরতলার রাজপথে তাদের প্রতিবাদ জানিয়েছে। এই আন্দোলনের মাধ্যমে তারা কৃষকদের অধিকার রক্ষা এবং কৃষি খাতে বহুজাতিক সংস্থার প্রভাব রোধের দাবি তুলেছে।