বিকশিত ত্রিপুরা গড়তে কেন্দ্র-রাজ্যের হাতে হাত মিলিয়ে রেল-উন্নয়নের নতুন অধ্যায়

1 Min Read
নিউজ ডেস্ক || আজ নয়াদিল্লির রেল ভবনে ত্রিপুরার মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডা.) মানিক সাহা কেন্দ্রীয় রেল মন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের সঙ্গে গুরুত্বপূর্ণ সাক্ষাতে অংশ নেন। এই বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর “বিকশিত ত্রিপুরা, বিকশিত ভারত” দৃষ্টিভঙ্গিকে বাস্তবায়নের লক্ষ্যে একাধিক গুরুত্বপূর্ণ রেল ও উন্নয়নমূলক প্রকল্প নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
সাক্ষাতে মুখ্যমন্ত্রী রেলমন্ত্রীর নিকট বিভিন্ন বিষয়ে আবেদন জানান। তার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হলো আগরতলা-গৌহাটি রুটে বন্দে ভারত এক্সপ্রেস চালুর প্রস্তাব। এছাড়া, রেলপথ দ্বিগুণকরণ প্রকল্পের দ্রুত অগ্রগতি, বিদ্যুৎচালিত ট্রেন চালানোর পরিকল্পনা, দীর্ঘ দূরত্বের ট্রেনে নতুন ও উন্নতমানের কোচ সংযোজন এবং স্টেশনগুলোর আধুনিকীকরণ নিয়ে বিশেষ জোর দেওয়া হয়।
এছাড়াও, ত্রিপুরা ফিল্ম ও টেলিভিশন ইনস্টিটিউটের নতুন ভবন নির্মাণ, ফিল্ম সিটি উন্নয়ন, কল সেন্টার স্থাপন ও সম্প্রসারণে নতুন পদক্ষেপ এবং সাইবার সিকিউরিটি হাবের আরও বিস্তার ও আধুনিকীকরণের মতো প্রকল্পগুলো নিয়েও আলোচনা হয়। এসব উদ্যোগ ত্রিপুরার যোগাযোগ, পরিবহন ও ডিজিটাল অবকাঠামোকে শক্তিশালী করে রাজ্যের সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
কেন্দ্রীয় রেল মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব রাজ্যের এসব উন্নয়নমূলক কর্মকাণ্ডে পূর্ণ সহযোগিতার আশ্বাস দেন। এই বৈঠক কেন্দ্র ও রাজ্য সরকারের সম্মিলিত প্রচেষ্টার এক উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হচ্ছে, যা ত্রিপুরাকে ভারতের উন্নয়নের নতুন গতিতে এগিয়ে নিয়ে যাবে।
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version