নিউজ ডেস্ক || বিজেপির শাসন ব্যবস্থার বিরুদ্ধে কঠোর ভাষায় আক্রমণ শানালেন কৈলাসহরের বিধায়ক তথা কংগ্রেস নেতা বিরোজিৎ সিনহা। রবিবার পাইতুরবাজারে তাঁর বাসভবনে ঊনকোটি জেলা কংগ্রেসের বর্ধিত সভায় তিনি বলেন, “বিজেপির চারটি গুণ—অপপ্রচার, দলবাজি, গুণ্ডামি আর খুন। এই অপশাসনের বিরুদ্ধে আমাদের সংঘবদ্ধভাবে রুখে দাঁড়াতে হবে।”
ঊনকোটি জেলা কংগ্রেস সভাপতি মোহাম্মদ বদরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় ফটিকরায়, কুমারঘাট, পাবিয়াছড়া, করমছড়া সহ বিভিন্ন এলাকা থেকে কংগ্রেসের শাখা নেতৃত্ব ও কর্মীরা উপস্থিত ছিলেন। আসন্ন এডিসি নির্বাচনকে সামনে রেখে দলকে তৃণমূল স্তরে শক্তিশালী করার লক্ষ্যে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় স্মার্ট মিটার বিরোধী আন্দোলন, বাল্যবিবাহ প্রতিরোধ, স্বাস্থ্য পরিষেবা সম্প্রসারণ ও মাদক বিরোধী প্রচারাভিযানের মতো বিষয়গুলো আলোচিত হয়। জেলার বিভিন্ন স্থানে পথসভা, বাজারসভা, উঠানসভা ও প্রচার অভিযানের ঘোষণা দেওয়া হয়। এছাড়াও, আইন-শৃঙ্খলা, বিমানবন্দর ও রেল পরিষেবার উন্নয়নের দাবিতে শীঘ্রই আন্দোলনের পথে নামার সিদ্ধান্ত নেওয়া হয়।
বিরোজিৎ সিনহা জোর দিয়ে বলেন, “সংগ্রাম ছাড়া কোনো পথ নেই। বিজেপির অপশাসনের বিরুদ্ধে মানুষের ক্ষোভ বাড়ছে। এই সুযোগে সংগঠনকে শক্তিশালী করলে কংগ্রেস রাজ্যে ফের সরকার গঠন করতে পারবে।” সভায় অন্যান্য বক্তারা ছিলেন জেলা কংগ্রেস সভাপতি মোহাম্মদ বদরুজ্জামান, নেতা রুদ্রেন্দু ভট্টাচার্য, সহ-সভাপতি অশ্বিনী দেববর্মা, শ্যামল ভট্টাচার্য সহ যুব কংগ্রেসের নেতৃবৃন্দ।
সভা থেকে কংগ্রেসের পক্ষে স্পষ্ট বার্তা দেওয়া হয়, কেবল বক্তৃতা নয়, মানুষের পাশে দাঁড়িয়ে ময়দানে নামলেই দল শক্তিশালী হবে। এই লক্ষ্যে প্রতিটি এলাকায় ধারাবাহিক আন্দোলন গড়ে তোলার ওপর জোর দেওয়া হয়।
