নিউজ ডেস্ক || সারা দেশের সঙ্গে তাল মিলিয়ে ত্রিপুরা প্রদেশ বিজেপি কার্যালয়ে শুক্রবার ‘বন্দেমাতরম’ গানের সার্ধশতবর্ষ উপলক্ষে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রদেশ নেতৃত্ব ও কর্মী-সমর্থকদের উপস্থিতিতে দেশাত্মবোধক আবহ সৃষ্টি হয়।
অনুষ্ঠানের সূচনায় ভারত মাতা ও ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রতিচ্ছবিতে মাল্যদান এবং প্রদীপ প্রজ্জ্বলন করা হয়। এরপর উপস্থিত সকলে সম্মিলিত কণ্ঠে ‘বন্দেমাতরম’ পরিবেশন করেন। প্রদেশ বিজেপির সহসভাপতি সুবল ভৌমিক, মুখপাত্র নবেন্দু ভট্টাচার্য-সহ বহু কর্মী ও সমর্থক অনুষ্ঠানে যোগ দেন।
‘বন্দেমাতরম’ ১৮৭৫ সালে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ‘আনন্দমঠ’ উপন্যাসে প্রথম প্রকাশিত হয়। স্বাধীনতা আন্দোলনে এটি জাতীয় স্তোত্রের মর্যাদা লাভ করে। ২০২৫-এ গানটির ১৫০ বছর পূর্তি উপলক্ষে দেশজুড়ে নানা কর্মসূচি পালিত হচ্ছে। ত্রিপুরা বিজেপি এই অনুষ্ঠানের মাধ্যমে জাতীয় ঐক্যের বার্তা ছড়িয়ে দেয়।
প্রদেশ মুখপাত্র নবেন্দু ভট্টাচার্য বলেন, “ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত ‘বন্দেমাতরম’ কেবল একটি গান নয়, এটি ভারতীয় জাতির আত্মার প্রতিচ্ছবি। প্রজন্মের পর প্রজন্মকে একতা, জাগরণ ও জাতীয় চেতনার অনুপ্রেরণা জুগিয়েছে। আজও এর আহ্বান আমাদের দেশপ্রেমে উদ্বুদ্ধ করে।”
সহসভাপতি সুবল ভৌমিক বলেন, “এই মহান দিনটি আমাদের জাতীয় ঐক্যের প্রতীক। ‘বন্দেমাতরম’ কেবল ইতিহাস নয়, এটি আমাদের ভবিষ্যতের পথপ্রদর্শক।”
অনুষ্ঠান দেশপ্রেমের আবেগে ভরিয়ে তুললেও কর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা সঞ্চার করে। বিজেপি নেতৃত্ব জানিয়েছে, আগামী দিনগুলিতে জেলা ও মণ্ডল স্তরে একই ধরনের কর্মসূচি চালিয়ে যাওয়া হবে।
‘বন্দেমাতরম’-এর সার্ধশতবর্ষ উদযাপন ভারতের স্বাধীনতা সংগ্রামের স্মৃতি জাগরূক রাখার পাশাপাশি বর্তমান প্রজন্মের মধ্যে জাতীয়তাবাদী চেতনা ছড়িয়ে দেওয়ার প্রয়াস। এই ধারা ভবিষ্যতে দেশের ঐক্য ও উন্নয়নের পথে অনুপ্রেরণা যোগাবে।
