বিজেপি সরকারের দ্বিতীয় বর্ষপূর্তি উদযাপনে জেপি নাড্ডার আক্রমণাত্মক বক্তৃতা

By onlinenews tripura 1 Min Read

নিউজ ডেস্ক || বিজেপির জাতীয় সভাপতি এবং কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জে.পি. নাড্ডা আজ রাজ্যের বিজেপি সরকারের দ্বিতীয় বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে বিশাল জনসভায় ভাষণ দেন। স্বামী বিবেকানন্দ ময়দানে অনুষ্ঠিত এই সমাবেশে তিনি সিপিআই(এম) নেতৃত্বাধীন বামফ্রন্ট সরকারের “অব্যবস্থাপনা, দুর্নীতি ও রাজনৈতিক হত্যার” বিরুদ্ধে তীব্র আক্রমণ শানান।

নাড্ডা বলেন, “একসময় সিপিআই(এম) ও কংগ্রেস রাজ্যস্তরে একে অপরের বিরুদ্ধে লড়াই করলেও, জাতীয় স্তরে তারা একসঙ্গে কাজ করত। তবে বিজেপির নেতৃত্বে রাজ্যে দৃশ্যপট বদলেছে। সাত বছরে গরিবি কমেছে, রাজ্যের জিডিপি ও মাথাপিছু আয় বেড়েছে, এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হয়েছে।”

তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর “দূরদর্শী নেতৃত্ব” এবং বিজেপি কর্মীদের পরিশ্রমের প্রশংসা করে বলেন, “আজ দেশের ৮০% মানুষ ‘আয়ুষ্মান ভারত’ প্রকল্পের আওতায় এসেছে, ৮০ কোটি মানুষ বিনামূল্যে রেশন পাচ্ছেন, এবং অবকাঠামো খাতে উল্লেখযোগ্য উন্নয়ন হয়েছে।”

নাড্ডা আরও বলেন, দেশে বিজেপির বিরুদ্ধে “বিরোধিতার নয়, বরং প্রবল জনসমর্থনের হাওয়া” বইছে, যা বিভিন্ন রাজ্যে বিজেপির ধারাবাহিক জয়ের মধ্য দিয়ে প্রমাণিত হয়েছে। তিনি আশ্বাস দেন, “বিজেপি আগামী দিনেও ত্রিপুরার সার্বিক উন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ, এবং বর্তমান মুখ্যমন্ত্রী মানিক সাহার নেতৃত্বে রাজ্য দেশের অন্যতম উন্নত রাজ্যে পরিণত হবে।”

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version