নিউজ ডেস্ক || ত্রিপুরার বিশালগড়ের শ্রী বাইদ্যারদিঘী দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে আন্তর্জাতিক যোগা দিবসের রাতে চুরির ঘটনায় ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে। শুক্রবার গভীর রাতে চোরের দল স্কুলে হানা দিয়ে ৪০টি ল্যাপটপ সহ প্রায় ৮ লক্ষ টাকার সামগ্রী লুট করে নিয়ে যায়। এ ঘটনায় শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রী ও অভিভাবকদের মধ্যে উদ্বেগ বিরাজ করছে।
স্কুলের প্রধান শিক্ষিকা অন্তরা চাকমা শনিবার সকালে সংবাদমাধ্যমকে জানান, চোরের দল কলাপ্সিবল গেট, শ্রেণিকক্ষ, লাইব্রেরি এবং শিক্ষকদের কক্ষের আলমারি ভেঙে চুরি করে। শনিবার সকালে যোগা দিবস উদযাপনের জন্য স্কুলে এসে শিক্ষক-শিক্ষার্থীরা ভাঙা তালা ও লণ্ডভণ্ড অবস্থা দেখতে পান। তৎক্ষণাৎ স্কুলের এসএমসি কমিটির চেয়ারম্যান, কসবা গ্রাম পঞ্চায়েতের প্রধান ও উপপ্রধানকে খবর দেওয়া হয়। বিশালগড় থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে।
স্থানীয়দের ধারণা, এলাকার নেশাগ্রস্ত যুবকরা এই চুরির সঙ্গে জড়িত। নেশার টাকা জোগাড়ের জন্যই তারা এ ধরনের অপরাধে লিপ্ত হচ্ছে বলে অভিযোগ। শিক্ষা দপ্তরের দেওয়া ৪০টি প্যাকেটজাত ল্যাপটপ চুরি যাওয়ায় ছাত্র-ছাত্রীদের ডিজিটাল শিক্ষার ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে।
এ ঘটনায় স্কুল কর্তৃপক্ষ ও অভিভাবকরা প্রশাসনের কাছে দ্রুত তদন্ত ও অপরাধীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন। শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করারও আহ্বান উঠেছে।