বিদ্যুৎ ও জলের মাশুল বৃদ্ধির তীব্র নিন্দা সিপিআইএম-এর, আন্দোলনের হুঁশিয়ারি

2 Min Read
নিউজ ডেস্ক || ত্রিপুরায় বিজেপি সরকারের বিদ্যুৎ ও জলের মাশুল বৃদ্ধির সিদ্ধান্তের তীব্র নিন্দা জানিয়েছেন সিপিআইএম-এর পলিটব্যুরো সদস্য তথা বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। আজ এক সাংবাদিক সম্মেলনে তিনি এই মাশুল বৃদ্ধিকে জনগণের প্রতি অবিচার বলে আখ্যায়িত করেছেন এবং এর বিরুদ্ধে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের ডাক দিয়েছেন।
শ্রী চৌধুরী বলেন, “একসময় ত্রিপুরা থেকে দেশের বিভিন্ন রাজ্যে বিদ্যুৎ বিক্রি করার গৌরব ছিল। কিন্তু বিজেপি সরকার ক্ষমতায় আসার পর এই গৌরব ধীরে ধীরে মুছে গেছে। গত সাত বছরে ‘মডেল রাজ্য’ বানানোর নামে কোটি কোটি টাকা ফ্লেক্স ও বিজ্ঞাপনে খরচ করে জনগণকে বিভ্রান্ত করা হয়েছে।” তিনি আরও অভিযোগ করেন, সিপিআইএম-এর আমলে বিদ্যুৎ পরিষেবার এমন বেহাল দশা ছিল না। “এখন একটু বৃষ্টি হলেই সপ্তাহভর বিদ্যুৎ থাকে না, অথচ বিদ্যুৎ মাশুল বাড়ানো হচ্ছে,” বলেন তিনি।
তিনি বিদ্যুৎ মন্ত্রী রতন লাল নাথের সমালোচনা করে বলেন, “বিদ্যুৎ মাশুল ও স্মার্ট মিটার নিয়ে মন্ত্রী বিজেপির পার্টি অফিসে সাংবাদিক সম্মেলন করেছেন, দফতরের তরফে নয়। এটি বিদ্যুৎ পরিষেবার বেহাল অবস্থাকে ঢাকার কৌশল।” তিনি দাবি করেন, বিজেপি সরকার বিদ্যুৎ পরিষেবাকে বেসরকারিকরণের দিকে ঠেলে দিচ্ছে এবং স্মার্ট মিটার প্রকল্প এরই অংশ। এছাড়াও, জলের মাশুল বৃদ্ধির মাধ্যমে সরকার জনগণের পকেট কাটার চেষ্টা করছে।
জিতেন্দ্র চৌধুরী জনগণের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “বিজেপি সরকারের এই জনবিরোধী নীতির বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়াতে হবে।” সিপিআইএম আগামী দিনে এই মাশুল বৃদ্ধির বিরুদ্ধে বৃহৎ আন্দোলনের পরিকল্পনা করছে বলেও তিনি জানান।
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version