বিদ্যুৎ বিভ্রাটের পেছনে দুষ্টচক্র, কঠোর ব্যবস্থার আশ্বাস মন্ত্রীর

2 Min Read

নিউজ ডেস্ক || ত্রিপুরা রাজ্যে ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাটের পেছনে সুপরিকল্পিত বৈদ্যুতিক নাশকতার ইঙ্গিত পাওয়া গেছে। রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী রতন লাল নাথ আশঙ্কা প্রকাশ করে জানিয়েছেন, আগরতলা সহ একাধিক এলাকায় বিদ্যুৎ সরবরাহ ইচ্ছাকৃতভাবে ব্যাহত করার পেছনে একটি সংঘবদ্ধ দুষ্টচক্র সক্রিয় রয়েছে।

ত্রিপুরা স্টেট ইলেকট্রিসিটি কর্পোরেশন লিমিটেড (টিএসইসিএল) সূত্রে জানা গেছে, গত সোমবার গভীর রাতে আগরতলার একাধিক এলাকায় হঠাৎ বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে। ঘটনাস্থলে পৌঁছে কর্মীরা দেখেন, মূল লাইনে বিদ্যুৎ স্বাভাবিক থাকলেও বিভিন্ন এলাকায় আলো নিভে গেছে। তদন্তে উঠে আসে, ২১টি ট্রান্সফরমারে ইচ্ছাকৃতভাবে গ্যাং ফেলে দেওয়া হয়েছে এবং কোথাও কাটআউট খুলে ফেলা হয়েছে। কিছু এলাকায় বিদ্যুৎ লাইনে ভারী বস্তু ফেলে শর্ট সার্কিট ঘটানোর প্রমাণও মিলেছে।

কামারপুকুর পাড় এলাকার একটি সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে, এক ব্যক্তি স্কুটিতে এসে ট্রান্সফরমারের গ্যাং ফেলে দিচ্ছে, যার ফলে গোটা এলাকা অন্ধকারে ডুবে যায়। ক্ষতিগ্রস্ত এলাকাগুলির মধ্যে রয়েছে ধলেশ্বর রোড নং ৮, চন্দ্রপুর দাসপাড়া, জয়গুরু অটোস্ট্যান্ড, শিবনগর পিএন দেব রোড, জামতলা, চন্দ্রপুর রেডিয়ান্ট হাউসিং, ব্লু লুটাস ক্লাব, কামারপুকুর পাড় এবং ধলেশ্বর দেবেন্দ্র দেবনাথ রোড।

বিদ্যুৎ মন্ত্রী রতন লাল নাথ বলেন, “ত্রিপুরায় বিদ্যুৎ উৎপাদন ও সরবরাহে কোনো ঘাটতি নেই। এই ঘটনাগুলি সুপরিকল্পিত নাশকতা।” তিনি নিজে তদন্তের নির্দেশ দিয়েছেন এবং অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার আশ্বাস দিয়েছেন। পূর্ব থানায় এফআইআর দায়ের করা হয়েছে, এবং পশ্চিম ত্রিপুরা জেলার পুলিশ সুপার ও পূর্ব থানার ওসি পূর্ণ সহযোগিতার প্রতিশ্রুতি দিয়েছেন। প্রযুক্তিগত বিশ্লেষণের জন্য আইটি দপ্তরের সাহায্যও চাওয়া হয়েছে।

মন্ত্রী জনগণের উদ্দেশে বলেন, “সন্দেহজনক কিছু দেখলে অবিলম্বে বিদ্যুৎ অফিস বা থানায় জানান। বিদ্যুৎ বিচ্ছিন্ন করে অপরাধ ঢাকার চেষ্টা শাস্তিযোগ্য।” তিনি জানান, স্মার্ট সিটি প্রকল্পের কাজ ছাড়া বিদ্যুৎ বিভ্রাটের কোনো কারণ নেই, এবং প্রকল্পের কাজের ক্ষেত্রে আগাম জানানো হয়।

রাজ্য সরকার বিদ্যুৎ পরিষেবাকে নিরাপদ ও স্থিতিশীল রাখতে প্রতিশ্রুতিবদ্ধ। মন্ত্রী নাথ জনগণের সচেতনতাকে এই দুষ্টচক্র রুখতে প্রধান অস্ত্র হিসেবে উল্লেখ করেছেন। এই নাশকতা ত্রিপুরার নিরাপত্তায় নতুন চ্যালেঞ্জ তৈরি করলেও, প্রশাসনের তৎপরতা ও জনগণের সহযোগিতায় এটি মোকাবিলা করা সম্ভব বলে আশাবাদী তিনি।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version