নিউজ ডেস্ক || রাজ্যের বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে গতকালই সাংবাদিক সম্মেলনে উদ্বেগ প্রকাশ করেছিলেন বিদ্যুৎ মন্ত্রী রতন লাল নাথ। তিনি জানিয়েছিলেন, মাত্র ৪১ শতাংশ গ্রাহক সময়মতো বিদ্যুৎ বিল পরিশোধ করেন, বাকি ৫৯ শতাংশের বকেয়ার কারণে ত্রিপুরা স্টেট ইলেকট্রিসিটি কর্পোরেশন লিমিটেড (টিএসইসিএল) গভীর আর্থিক সংকটে নিমজ্জিত। এই সংকটের মধ্যেই কঠোর পদক্ষেপ নিয়ে সংবাদ শিরোনামে এসেছে বিদ্যুৎ নিগম। ধর্মনগর ক্রিকেট অ্যাসোসিয়েশনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে টানা এক বছর ধরে বিল পরিশোধ না করার অভিযোগে।
নিগম সূত্রে জানা গেছে, অ্যাসোসিয়েশনের বকেয়া বিলের পরিমাণ এখন ১০ লক্ষ ১৭ হাজার টাকা। একাধিকবার মৌখিক ও লিখিত নোটিশ পাঠানো সত্ত্বেও কোনো সাড়া না পাওয়ায় নিরুপায় হয়ে এই পদক্ষেপ নিতে বাধ্য হয়েছে টিএসইসিএল। এক কর্মকর্তা বলেন, “আমরা সংযোগ বিচ্ছিন্ন করতে চাই না, কিন্তু বারবার অনুরোধেও বিল না মেটালে কঠোর সিদ্ধান্ত নিতে হয়। সময়মতো বিল পরিশোধ করলে পরিষেবা সচল রাখা সম্ভব।”
বিদ্যুৎ মন্ত্রী গতকাল বলেছিলেন, “রাজ্য সরকারের সহায়তা ছাড়া বিদ্যুৎ নিগমের পক্ষে পরিষেবা চালানো অসম্ভব। নাগরিকদের সচেতনতাই এখন একমাত্র পথ।” এই ঘটনা সেই বার্তাকেই আরও জোরালো করেছে। ধর্মনগরের এই পদক্ষেপকে অনেকেই ন্যায়সঙ্গত ও সময়োপযোগী বলে মনে করছেন। বিশ্লেষকদের মতে, এটি কেবল একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে পদক্ষেপ নয়, বরং সকলের জন্য এক নীতির প্রয়োগ।
এই ঘটনা রাজ্যের অন্যান্য বকেয়াদারদের জন্যও একটি সতর্কবার্তা। বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক রাখতে সকলের সচেতন অংশগ্রহণ এখন সময়ের দাবি। নাগরিকদের প্রতি নিগমের আবেদন—নিয়মিত বিল পরিশোধ করে বিদ্যুৎ পরিষেবার ধারাবাহিকতা নিশ্চিত করুন।