বিরোধীদের ছানি পড়া চোখে উন্নয়ন দেখা যায় না: মুখ্যমন্ত্রী

1 Min Read

আশরামবাড়িতে ‘মন কি বাত’ অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর তীব্র আক্রমণ, বিরোধীদের কড়া হুঁশিয়ারি

নিউজ ডেস্ক || রবিবার খোয়াই জেলার পূর্ব তকচায়া এলাকায় প্রধানমন্ত্রীর ‘মন কি বাত’ অনুষ্ঠানে যোগ দিয়ে বিরোধীদের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়েছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। তিনি বলেন, “বিরোধীদের চোখে ছানি পড়েছে, তাই তারা রাজ্যের উন্নয়ন দেখতে পাচ্ছে না। তারা সারাদিন শুধু মানুষকে বিভ্রান্ত করার কথা ভাবে।”
মুখ্যমন্ত্রী জানান, জাতি-জনজাতির জীবনযাত্রার মানোন্নয়নে রাজ্য সরকার সর্বাধিক গুরুত্ব দিচ্ছে। গণতান্ত্রিক অধিকার রক্ষায় আইনের শাসন প্রতিষ্ঠা করতে পুলিশকে কার্যকর স্বাধীনতা দেওয়া হয়েছে। তিনি বলেন, “কোনও ধরনের উশৃঙ্খলতা হলেই কড়া পদক্ষেপ নেওয়া হচ্ছে।” গত জুলাইয়ে আশারামবাড়িতে ‘মন কি বাত’ অনুষ্ঠান চলাকালীন হিংসাত্মক আক্রমণ এবং পরবর্তীতে দুষ্কৃতীদের গ্রেপ্তারের প্রসঙ্গ তুলে তিনি এটিকে আইনের শাসনের প্রতিফলন হিসেবে উল্লেখ করেন।
তিপরা মথার নাম না করে মুখ্যমন্ত্রী কড়া হুঁশিয়ারি দিয়ে বলেন, “গত জুলাইয়ে আশারামবাড়িতে মানুষের ওপর যে হামলা হয়েছিল, তা কখনোই কাম্য ছিল না। এই কলঙ্কময় অধ্যায় আমি কখনো ভুলব না।” তিনি ঘোষণা করেন, এবার থেকে তিনি আশারামবাড়িতেই এসে ‘মন কি বাত’ অনুষ্ঠান শ্রবণ করবেন।
প্রধানমন্ত্রীর বার্তা শ্রবণের পাশাপাশি মুখ্যমন্ত্রী জনজাতি সম্প্রদায়ের সামনে রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি এবং সরকারের অঙ্গীকার তুলে ধরেন। তিনি জোর দিয়ে বলেন, রাজ্যের উন্নয়ন ও জনজাতি সম্প্রদায়ের কল্যাণে সরকার অবিচল প্রতিশ্রুতিবদ্ধ।
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version