নিউজ ডেস্ক || দক্ষিণ ত্রিপুরা জেলার বিলোনিয়ায় আগামী ১৫ নভেম্বর থেকে দুদিনব্যাপী ইউনিটি প্রমোফেস্টের আয়োজন করা হচ্ছে। এই বর্ণাঢ্য উৎসবের সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হবে বিলোনিয়ার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাবিদ্যালয় মাঠে। উৎসবকে সফল করতে বৃহস্পতিবার বিলোনিয়া ডাক বাংলো ও সার্কিট হাউসে পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরীর পৌরহিত্যে প্রস্তুতিমূলক বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বৈঠকে উপস্থিত ছিলেন দক্ষিণ জেলার বিধায়ক ও বিধায়িকাগণ, দক্ষিণ ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি দীপক দত্ত, জেলা প্রশাসনের শীর্ষ আধিকারিকসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিরা। আলোচনায় উঠে আসে অনুষ্ঠানের সামগ্রিক প্রস্তুতি, অনুষ্ঠানস্থলের নিরাপত্তা ব্যবস্থা, যানবাহন চলাচল নিয়ন্ত্রণ, সাংস্কৃতিক কর্মসূচির আয়োজন এবং দর্শনার্থীদের সুবিধা-অসুবিধা সংক্রান্ত বিস্তারিত বিষয়।
বৈঠক শেষে মন্ত্রী সুশান্ত চৌধুরী জেলা প্রশাসনের আধিকারিকদের সঙ্গে নিয়ে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাবিদ্যালয় মাঠ পরিদর্শন করেন। তিনি মাঠের বিভিন্ন অংশ ঘুরে দেখেন এবং সংশ্লিষ্ট আধিকারিকদের প্রয়োজনীয় নির্দেশ প্রদান করেন, যাতে উৎসবটি নির্বিঘ্নে ও সুন্দরভাবে সম্পন্ন হয়।
প্রমোফেস্টে থাকবে বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনা, স্থানীয় শিল্পীদের অংশগ্রহণ, পর্যটন সম্ভাবনা তুলে ধরার প্রদর্শনী, হস্তশিল্পের স্টল এবং নানা বিনোদনমূলক আয়োজন। ইতিমধ্যে বিলোনিয়া জুড়ে উৎসবের আমেজ ছড়িয়ে পড়েছে। স্থানীয় মানুষের মধ্যে প্রবল উৎসাহ ও প্রত্যাশা লক্ষ্য করা যাচ্ছে।
এই উৎসবের মাধ্যমে দক্ষিণ ত্রিপুরার পর্যটন সম্ভাবনা নতুন মাত্রা পাবে বলে আশা প্রকাশ করেছেন মন্ত্রী সুশান্ত চৌধুরী।
