নিজস্ব প্রতিনিধি || রাজ্যজুড়ে বিজেপি সমর্থিত কর্মচারী সংগঠনগুলিতে বিভাজন ও গোষ্ঠীদ্বন্দ্বের মধ্যে বিশালগড়ের বিজেপি বিধায়ক সুশান্ত দেব এক নতুন পথ দেখালেন। সরকারি কর্মচারীদের এক ছাতার নিচে আনতে তিনি গঠন করলেন ‘বিশালগড় রাষ্ট্রপ্রেমী কর্মচারী সংগঠন’। রবিবার বিশালগড়ের অফিসটিলা টাউন হলে এই সংগঠনের আনুষ্ঠানিক সূচনা ও প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রায় সাত শতাধিক সরকারি কর্মচারী অংশগ্রহণ করেন। ঐতিহ্যবাহী সভাপতি বা সম্পাদকের পরিবর্তে গঠিত হয় ৩০ সদস্যের একটি কোর কমিটি, যা সংগঠনের কার্যক্রম পরিচালনা করবে। এই উদ্যোগের মাধ্যমে বিশালগড়ের সরকারি কর্মচারীদের মধ্যে ঐক্য ও সংহতি গড়ে তোলার লক্ষ্য নিয়েছেন বিধায়ক সুশান্ত দেব।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশালগড় পুর পরিষদের চেয়ারম্যান অঞ্জন পুরকায়স্থ, পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান অতসী দাস, মন্ডল সভাপতি তপন দাস, রাজনৈতিক নেতা জিতেন সাহা, অমল দেবনাথ সহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিরা।
সুশান্ত দেব বলেন, “আমাদের লক্ষ্য হল কর্মচারীদের মধ্যে বিভেদ দূর করে একত্রিত করা এবং রাষ্ট্রের উন্নয়নে তাঁদের ভূমিকাকে আরও শক্তিশালী করা।” এই উদ্যোগ রাজ্যের অন্যান্য অঞ্চলের জন্যও একটি দৃষ্টান্ত হয়ে উঠতে পারে বলে মনে করছেন স্থানীয়রা।