নিউজ ডেস্ক || নতুন আশা ও সমৃদ্ধির পথে নেশামুক্ত ত্রিপুরা গড়ার প্রত্যয় নিয়ে বিশালগড় মহকুমার রাস্তামাথা এলাকায় রবিবার সকালে এক ব্যতিক্রমী ম্যারাথন দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হয়। বিএসএফ ক্যাম্প থেকে শুরু হওয়া এই ম্যারাথনের উদ্বোধন করেন বিশালগড় বিধানসভার বিজেপি বিধায়ক মাননীয় সুশান্ত দেব।
বর্তমানে রাজ্যে নেশার প্রবণতা উদ্বেগজনকভাবে বৃদ্ধি পাচ্ছে। বিশেষত তরুণ প্রজন্ম নেশার কবলে পড়ে সমাজে চুরি, ছিনতাইয়ের মতো অপরাধমূলক কার্যকলাপ বাড়াচ্ছে, যা বহু পরিবারে শোকের ছায়া ফেলছে। এই প্রবণতা রোধে যুবসমাজকে খেলাধুলার প্রতি উৎসাহিত করতে এবং নেশার কুফল সম্পর্কে সচেতন করতে এই ম্যারাথনের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশালগড় মহকুমা শাসক রাকেশ দাস, বিশালগড় মন্ডল সভাপতি তাপন দাস, পৌর পরিষদের চেয়ারম্যান অঞ্জন পূরকায়স্থ সহ স্থানীয় নেতৃত্ব ও অসংখ্য যুবক-যুবতী। এই ম্যারাথন কেবল শরীরচর্চার মাধ্যম নয়, সমাজ গঠনের এক শক্তিশালী বার্তাও তুলে ধরেছে।
বিধায়ক সুশান্ত দেব তাঁর বক্তব্যে বলেন, “নেশামুক্ত তরুণ প্রজন্মই শক্তিশালী ও উন্নত ত্রিপুরার ভিত্তি। খেলাধুলা ও সচেতনতামূলক কার্যক্রম যুবসমাজকে সঠিক পথে এগিয়ে নিয়ে যাবে।”
এই আয়োজন স্থানীয় জনগণ ও অংশগ্রহণকারীদের মধ্যে ব্যাপক উৎসাহ সৃষ্টি করেছে। আয়োজকরা জানিয়েছেন, ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।