নিজস্ব প্রতিনিধি || ভারতীয় মজদুর সংঘের অনুমোদিত ত্রিপুরা ট্যাক্সি চালক সংঘের বিশালগড় শাখার একটি সম্মেলন মঙ্গলবার বিশালগড়ের একটি বেসরকারি হলঘরে অনুষ্ঠিত হয়। এই সম্মেলনে উপস্থিত ছিলেন ভারতীয় মজদুর সংঘের সিপাহীজলা জেলা সভাপতি জীবন ভৌমিক, জেলা সম্পাদক রাজু সাহা, বিশালগড় পৌর পরিষদের চেয়ারম্যান অঞ্জন পুরকায়স্থ, বিজেপির বিশালগড় মণ্ডল সভাপতি তপন দাস, কাউন্সিলর রতন দেব, বিজেপির জেলা সহ-সভাপতি অমল দেবনাথ, বিজিবি নেতৃত্ব পার্থ দেব, বাপি সাহা, সুজয় ভৌমিক, সংগঠনের জেলা সহ-সভাপতি সজল দেবনাথসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সম্মেলনের শুরুতে অতিথি ও সংগঠনের কার্যকর্তারা ভারতীয় মজদুর সংঘের প্রতিষ্ঠাতা দত্তপন্থ ঠ্যাংরেজি এবং ভারত মাতার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন। জেলা সভাপতি জীবন ভৌমিক শ্রমিক গীত পরিবেশন করে মঞ্চে উৎসাহের সঞ্চার করেন। সংগঠনের নেতৃবৃন্দ বিগত দিনের কার্যক্রম পর্যালোচনা এবং আগামী দিনে সংগঠনের বিস্তারে করণীয় বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
সম্মেলনের শেষ পর্বে ত্রিপুরা ট্যাক্সি চালক সংঘের বিশালগড় শাখার নতুন কমিটি গঠন করা হয়। ২৮ জন চালকের সমন্বয়ে গঠিত এই কমিটির সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মিঠুন সরকার এবং সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন অরুণ দাস। নতুন কমিটি গঠনের মধ্য দিয়ে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করা হয়।এই সম্মেলন ট্যাক্সি চালকদের স্বার্থ সংরক্ষণ এবং সংগঠনকে আরও শক্তিশালী করার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।