বিশালগড়ে রোজাদার যুবকের উপর হামলা

By onlinenews tripura 2 Min Read

বিশালগড় প্রতিনিধি || রমজান মাসে রোজা রাখা অবস্থায় এক যুবকের উপর বর্বরোচিত হামলার অভিযোগ ঘিরে উত্তেজনা ছড়িয়েছে বিশালগড়ে। সোমবার বিকেলে ইফতার কিনে ফেরার পথে ২৬ বছরের মোহাম্মদ আলীর উপর পরিকল্পিত হামলা চালায় একদল দুষ্কৃতকারী। অভিযুক্তদের নেতৃত্বে ছিলেন বিশালগড় কদমতলী এলাকার কুখ্যাত সমাজবিরোধী ও বিদ্যা ব্যবসায়ী বাপি দেবনাথ।

প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুযায়ী, ঘটনার সূত্রপাত হয় সামান্য একটি বাইকের স্ট্যান্ড তোলার ঘটনাকে কেন্দ্র করে। মোহাম্মদ আলী ভুলবশত বাইকের স্ট্যান্ড না তোলায় বাপি দেবনাথকে সতর্ক করে। এই ঘটনাকে কেন্দ্র করেই শুরু হয় বাগবিতণ্ডা, যা মুহূর্তের মধ্যেই রূপ নেয় রক্তক্ষয়ী সংঘর্ষে।

অভিযোগ, বাপি দেবনাথ পেছন দিক থেকে এসে আলীর বাইককে সজোরে ধাক্কা দেয়, ফলে তিনি জাতীয় সড়কে ছিটকে পড়েন। এরপর বাপি দেবনাথের নেতৃত্বে আরও ৪-৫ জন যুবক আলীকে রাস্তায় ফেলে নির্মমভাবে মারধর করে। আশপাশে থাকা লোকজন নৃশংস এই হামলা নীরবে প্রত্যক্ষ করলেও কেউ এগিয়ে আসেননি।

ঘটনার খবর পেয়ে দমকল বাহিনী এসে আহত মোহাম্মদ আলীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। কিন্তু সেখানেও হামলাকারীরা তাণ্ডব চালায় বলে অভিযোগ। পুলিশ উপস্থিত থাকার পরও আলীর উপর হামলা অব্যাহত থাকে। হাসপাতালের কর্মীরা একজোট হলে অবশেষে অভিযুক্তরা পালিয়ে যায়।

আক্রান্ত যুবকের পরিবারের তরফ থেকে বিশালগড় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ বাপি দেবনাথসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা রুজু করেছে।

উল্লেখ্য, অভিযুক্ত বাপি দেবনাথের বিরুদ্ধে আগেও বহু প্রতারণা ও শিক্ষাক্ষেত্রে আর্থিক কেলেঙ্কারির অভিযোগ রয়েছে। জানা গেছে, সে বহু ছাত্র-ছাত্রীর কাছ থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়ে দীর্ঘদিন আত্মগোপন করেছিল।

এই নৃশংস হামলার ঘটনায় বিশালগড়ের সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভ ও চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবি উঠেছে।

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version