নিউজ ডেস্ক || বিশালগড়ের বাইদ্যাদিঘী স্কুল মাঠ সংলগ্ন কালীমন্দির প্রাঙ্গণ থেকে বুধবার শুরু হলো ছয় দিনব্যাপী ‘একতা পদযাত্রা’। বিধানসভা কেন্দ্রের বিভিন্ন অঞ্চল ও প্রতিটি বুথ পরিক্রমা করবে এই পদযাত্রা। উদ্বোধন করেন বিশালগড়ের বিধায়ক সুশান্ত দেব।
উদ্বোধনী অনুষ্ঠানে বিধায়ক সুশান্ত দেব বলেন, “ঐক্যবদ্ধ বিশালগড়, উন্নত বিশালগড়—এই লক্ষ্য নিয়েই এই পদযাত্রার আয়োজন করা হয়েছে।” তিনি জানান, পদযাত্রা শেষে একটি বৃহৎ জনসভার মাধ্যমে কর্মসূচির সমাপ্তি হবে।
বিধায়কের দাবি, জনগণের উন্নয়ন, শাসকদলের সংগঠনকে আরও শক্তিশালী করা এবং একটি শক্তিশালী বিশালগড় গড়ে তোলাই এই অভিযানের মূল উদ্দেশ্য। পদযাত্রাকে কেন্দ্র করে এলাকাজুড়ে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।
আগামী ছয় দিন ধরে বিশালগড়ের গ্রামে-গঞ্জে, বুথে-বুথে পৌঁছে যাবে এই পদযাত্রা। শাসকদলের কর্মী-সমর্থকদের মধ্যে নতুন উদ্যম সঞ্চারের পাশাপাশি আগামী দিনের রাজনৈতিক কর্মসূচির জন্য ভিত মজবুত করাই এর অন্যতম লক্ষ্য বলে মনে করা হচ্ছে।
