নিউজ ডেস্ক || ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের বিশ্রামগঞ্জ শাখা স্থানান্তরের প্রতিবাদে সোমবার সকাল ১১টায় বিশ্রামগঞ্জ বাজারের কতিপয় ব্যবসায়ী ব্যাংকের ম্যানেজার বদ্রি শঙ্কর রায় চৌধুরীর কাছে ডেপুটেশন দেন। ব্যবসায়ীদের দাবি, ব্যাংক যে স্থানে রয়েছে, তা থেকে স্থানান্তর করা যাবে না। তাদের মতে, ব্যাংকের বর্তমান অবস্থান ব্যবসায়িক কার্যক্রমের জন্য গুরুত্বপূর্ণ।
অন্যদিকে, ব্যাংকের ভাড়া বাড়ির মালিক কালী কৃষ্ণ দেবনাথ অভিযোগ করেছেন, ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের কাছে তার ১৮ লক্ষ টাকা বকেয়া রয়েছে। তিনি জানান, ব্যাংকের সঙ্গে তার ২০২৬ সালের সেপ্টেম্বর পর্যন্ত চুক্তি রয়েছে। এরপরও ব্যাংক কর্তৃপক্ষ তাকে কিছু না জানিয়ে এবং বকেয়া টাকা পরিশোধ না করে অন্যত্র ঘর স্থানান্তরের চুক্তি করেছে। একইভাবে, অপর বাড়ির মালিক হরলাল দেবনাথেরও অভিযোগ, তার সঙ্গে ব্যাংকের ২০২৯ সাল পর্যন্ত চুক্তি থাকা সত্ত্বেও তাকে না জানিয়ে ব্যাংক অন্যত্র স্থানান্তরের প্রক্রিয়া শুরু করেছে।
ডেপুটেশনের সময় ব্যাংক ম্যানেজার বদ্রি শঙ্কর রায় চৌধুরী ব্যবসায়ী ও বাড়ির মালিকদের আশ্বাস দিয়ে বলেন, তিনি এ বিষয়ে উচ্চ কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন। তবে, ব্যবসায়ী ও বাড়ির মালিকরা এ বিষয়ে দ্রুত সমাধানের দাবি জানিয়েছেন। এই ঘটনা এলাকায় ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে।
