বিশ্রামগঞ্জে ভয়াবহ গাড়ি সংঘর্ষে উল্টে গেল মারুতি ইকো, আহত দুই চালক

2 Min Read
নিজস্ব প্রতিনিধি || বুধবার বিকেলে বিশ্রামগঞ্জ মেলাঘর সড়কে, সিনিয়র ম্যানেজার ইলেকট্রিক অফিসের সামনে এক ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় উল্টে যায় একটি মারুতি ইকো গাড়ি। প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুযায়ী, টিআর০১এবি০৬৫১ নম্বরের একটি মারুতি অল্টো গাড়ি একটি বাসকে ওভারটেক করার সময় টিআর০৭এফ০৫৯২ নম্বরের মারুতি ইকো গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে। এই সংঘর্ষের তীব্রতায় নিয়ন্ত্রণ হারিয়ে মারুতি ইকো গাড়িটি সড়কে উল্টে যায়, চার চাকা উপরের দিকে থাকা অবস্থায়। এই দৃশ্য দেখে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
বিকট শব্দ শুনে বিশ্রামগঞ্জ ইলেকট্রিক অফিস থেকে ছুটে আসেন এসডিও সৌরভ রিয়াং। তিনি তৎক্ষণাৎ বিশ্রামগঞ্জ দমকল বাহিনী ও থানায় খবর দেন। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দমকল বাহিনী আহত দুই চালক—রুবেল হোসেন (২৮) এবং রুবেল হোসেন (২৭)—কে বিশ্রামগঞ্জ প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়। মারুতি ইকো গাড়ির চালকের আঘাত গুরুতর হওয়ায় তাকে আগরতলার জিবিপি হাসপাতালে রেফার করা হয়।
বিশ্রামগঞ্জ থানার পুলিশ ড্রজার ব্যবহার করে উল্টে যাওয়া মারুতি ইকো গাড়িটিকে জাতীয় সড়ক থেকে সরিয়ে নেয়। দুর্ঘটনার কারণে সড়কে কিছুক্ষণের জন্য যানজট সৃষ্টি হলেও গাড়ি সরানোর পর যান চলাচল স্বাভাবিক হয়। জানা গেছে, মারুতি ইকো গাড়িটি আগরতলা এয়ারপোর্ট থেকে বাঁশপুকুরের দিকে যাচ্ছিল।
দীর্ঘ কয়েকদিন শান্ত থাকার পর বিশ্রামগঞ্জ থানা এলাকায় ফের সড়ক দুর্ঘটনা শুরু হয়েছে। তবে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, এই ভয়াবহ দুর্ঘটনায় ইকো গাড়ির চালকসহ চারজন অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version