নিউজ ডেস্ক || ত্রিপুরায় শাসকগোষ্ঠীর একাংশের বিরুদ্ধে সামাজিক বিভেদ সৃষ্টি করে বিষাক্ত পরিবেশ তৈরির অভিযোগ তুললেন সিপিআইএম পলিটব্যুরো সদস্য তথা বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। শনিবার (১৪ জুন, ২০২৫) শরিফুল ইসলামের বাড়িতে গিয়ে তিনি এই মন্তব্য করেন। তাঁর দাবি, শাসকগোষ্ঠীর একটি অংশ ইচ্ছাকৃতভাবে পরিস্থিতি ঘোলাটে করে ক্ষমতায় টিকে থাকার চেষ্টা করছে।
এদিন জিতেন্দ্র চৌধুরীর সঙ্গে ছিলেন প্রাক্তন সাংসদ শংকর প্রসাদ দত্ত, নারী নেত্রী কৃষ্ণা রক্ষিত, পার্টির সদর বিভাগীয় সম্পাদক অমল চক্রবর্তী প্রমুখ। তারা শরিফুলের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং পরে সংবাদমাধ্যমের মুখোমুখি হন। চৌধুরী বলেন, “বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে প্রেমের সম্পর্ক স্বাভাবিক। শরিফুলের ক্ষেত্রেও তাই ছিল। কিন্তু সমাজের একটি অপশক্তি এটি মেনে নিতে পারেনি। তারা নিজেদের একটি সম্প্রদায়ের ঠিকাদার মনে করে এই ঘটনা ঘটিয়েছে।”
তিনি আরও অভিযোগ করেন, শাসকগোষ্ঠীর একটি অংশ রাজ্যজুড়ে বিষাক্ত বাতাস ছড়ানোর চেষ্টা করছে। তবে, অভিযুক্তদের গ্রেফতারে সন্তোষ প্রকাশ করে তিনি পুলিশ প্রশাসনের কাছে তাদের কঠোর শাস্তির দাবি জানান। তিনি বলেন, “যারা বিভেদ সৃষ্টির চক্রান্ত করছে, তাদের বিরুদ্ধে প্রশাসনকে কঠোর পদক্ষেপ নিতে হবে।”
এই ঘটনা রাজ্যের রাজনৈতিক মহলে তীব্র আলোড়ন সৃষ্টি করেছে। শরিফুল ইসলামের ঘটনাকে কেন্দ্র করে সামাজিক সম্প্রীতি রক্ষার পাশাপাশি দোষীদের শাস্তির দাবি জোরালো হচ্ছে।