বিহারের জাতিভিত্তিক রাজনীতিতে NDA ৩৫ মহিলা প্রার্থী দিয়ে এক কোটি চাকরি ও বিনামূল্যে চিকিৎসার প্রতিশ্রুতি দিয়েছে। মহাগঠবন্ধন ‘জীবিকা দিদি অনুদান’ ঘোষণা করেছে। নীতীশ কুমারের দীর্ঘ শাসনের বিরোধিতা, মুদ্রাস্ফীতি ও বেকারত্ব NDA-কে চাপে ফেলেছে। বিশ্লেষকরা বলছেন, ২০২৪ লোকসভায় NDA-র ৩০ আসন বিধানসভায় সাফল্যের নিশ্চয়তা দেয় না।
বিহার নির্বাচন ২০২৫: প্রথম দফায় রেকর্ড ভোটার উপস্থিতি, NDA-র ‘১৬০ পার’ লক্ষ্যে কঠিন চ্যালেঞ্জ
নিউজ ডেস্ক || বিহার বিধানসভা নির্বাচনের প্রথম দফায় ১২১ আসনে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, রেকর্ড ৬৪.৬৬% ভোট পড়েছে, যা রাজ্যের ইতিহাসে সর্বোচ্চ।
এই দফায় ৩.৭৫ কোটি ভোটার ১,৩১৪ প্রার্থীর ভাগ্য নির্ধারণ করেছেন। NDA জোটের ‘১৬০ পার’ দাবি সত্ত্বেও মহাগঠবন্ধন ও প্রশান্ত কিশোরের জন সূরাজ পার্টি তীব্র প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলেছে।
প্রথম দফার ভোটগ্রহণে বেগুসরাই জেলায় সর্বোচ্চ ৬৭.৩২% এবং শেখপুরায় সর্বনিম্ন ৫২.৩৬% ভোট পড়ে।
মুখ্য নির্বাচনী আধিকারিক বিনোদ সিং গুঞ্জিয়াল জানান, কয়েকটি বুথে বয়কটের খবর ছাড়া কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। দ্বিতীয় দফা ১১ নভেম্বর এবং ফলাফল ১৪ নভেম্বর।
২০২০-এ NDA ১২৫ আসন পেয়েছিল, মহাগঠবন্ধন ১১০। এবার BJP ও JD(U) ১০১টি করে, LJP(RV) ২৯ আসনে লড়ছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দাবি করেন, “পরিস্থিতি আমাদের পক্ষে, ১৬০-এর বেশি আসনে জিতব।” বিপরীতে RJD নেতা মৃত্যুঞ্জয় তিওয়ারি কটাক্ষ করেন, “NDA-র ৬০ আসন পেতেও ঘাম ছুটবে।”
ই নির্বাচনে প্রথমবার প্রবেশ করেছে প্রশান্ত কিশোরের জন সূরাজ পার্টি (JSP), যারা সব ২৪৩ আসনে প্রার্থী দিয়েছে। দুর্নীতি, কর্মসংস্থান ও যুব সমস্যাকে ইস্যু করে NDA ও মহাগঠবন্ধনের ভোট কাটার সম্ভাবনা রয়েছে। কিশোর বলেন, “রেকর্ড ভোটার উপস্থিতি পরিবর্তনের ইঙ্গিত।” JSP-এর প্রতীক ‘স্কুল ব্যাগ’, প্রার্থীদের মধ্যে প্রথমবারের প্রতিযোগী ৯০%।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, “NDA-র বিশাল লিড, ঐতিহাসিক জয় আসছে।” তেজস্বী যাদবের রাঘোপুর, সম্রাট চৌধুরীর তারাপুরের মতো হাই-প্রোফাইল আসনগুলো ফল নির্ধারক।
১৪ নভেম্বর ফলাফল বিহারের রাজনৈতিক ভবিষ্যৎ নির্ধারণ করবে। নীতীশের অভিজ্ঞতা, মোদী ফ্যাক্টর ও উন্নয়ন প্রচার কি শাসনবিরোধী ক্ষোভ ও JSP-এর চ্যালেঞ্জ পেরোবে? না পরিবর্তন আসবে? এই প্রশ্নের উত্তর অপেক্ষায় গোটা রাজ্য।
Leave a Comment
