বিহার বিধানসভা নির্বাচনের প্রথম দফায় কোনও পুনর্নির্বাচনের সুপারিশ নেই: নির্বাচন কমিশন

1 Min Read
নিউজ ডেস্ক || ভারতের নির্বাচন কমিশন শুক্রবার জানিয়েছে, বিহার বিধানসভা নির্বাচনের প্রথম দফায় ভোটগ্রহণ হওয়া ১২১টি কেন্দ্রের কোনওটিতেই পুনর্নির্বাচনের প্রয়োজন নেই। বিস্তারিত ভোট-পরবর্তী পর্যালোচনা শেষে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
পর্যালোচনা প্রক্রিয়ায় ভোটার রেজিস্টার (ফর্ম ১৭এ) ও অন্যান্য নির্বাচনী নথি খতিয়ে দেখা হয়। এতে উপস্থিত ছিলেন ১২১ জন রিটার্নিং অফিসার, সমসংখ্যক জেনারেল অবজারভার এবং প্রায় ৪৫৫ জন প্রার্থী বা তাঁদের প্রতিনিধি। নির্বাচনী স্বচ্ছতা ও বুথ-স্তরে সম্ভাব্য অনিয়ম শনাক্ত করাই ছিল এই প্রক্রিয়ার উদ্দেশ্য।
ভারতের নির্বাচন কমিশন এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, “সতর্ক পর্যালোচনার পর কোনও ভোটকেন্দ্রে অনিয়ম বা অসঙ্গতি পাওয়া যায়নি।” পুরো প্রক্রিয়া ভিডিও রেকর্ড করা হয়েছে এবং সব নথি রিটার্নিং অফিসারের সিলমোহরে পুনরায় সিল করা হয়েছে। বৃহস্পতিবার অনুষ্ঠিত প্রথম দফার ভোটে অংশগ্রহণের হার ছিল ৬৪.৬৬ শতাংশ।
প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার বিহারের ভোটারদের অভিনন্দন জানিয়ে বলেন, “১৯৫১ সালের পর এটি বিহারের বিধানসভা নির্বাচনের ইতিহাসে সবচেয়ে উল্লেখযোগ্য ভোটার উপস্থিতি। জনগণ নির্বাচন কমিশনের প্রতি পূর্ণ আস্থা রেখে উৎসাহের সঙ্গে ভোট দিয়েছেন।”
দু’দফায় অনুষ্ঠিতব্য এই নির্বাচনে প্রথম দফা শান্তিপূর্ণ ও অনিয়মমুক্তভাবে সম্পন্ন হওয়ায় নির্বাচন কমিশনের ভূমিকা আরও সুদৃঢ় হয়েছে। এখন দৃষ্টি দ্বিতীয় দফার দিকে। এই ফলাফল বিহারের গণতান্ত্রিক পরিপক্বতার প্রতিফলন ঘটায় এবং ভবিষ্যৎ নির্বাচনে ভোটারের আস্থা বাড়াতে সহায়ক হবে।
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version