বেকারত্ব নিরসনে চার দফা দাবি, উপজাতি যুব ফেডারেশনের ডেপুটেশন টিআরবিটি-তে

1 Min Read
নিউজ ডেস্ক || উপজাতি যুব ফেডারেশন কেন্দ্রীয় কমিটির উদ্যোগে আজ ত্রিপুরা রাজ্য শিক্ষক নিয়োগ বোর্ড (টিআরবিটি) চেয়ারম্যানের কাছে একটি প্রতিনিধিত্বমূলক ডেপুটেশন পেশ করা হয়েছে। মূলত রাজ্যের বেকার সমস্যা সমাধান এবং শিক্ষক নিয়োগের দাবিতে এই উদ্যোগ গ্রহণ করা হয়। ফেডারেশনের চার দফা দাবির মধ্যে রয়েছে শিক্ষক যোগ্যতা পরীক্ষা (টেট) এবং নিয়োগ প্রক্রিয়ার উন্নতি।
ফেডারেশনের দাবিগুলির মধ্যে রয়েছে: প্রতি বছর দুইবার টেট পরীক্ষা পরিচালনার ব্যবস্থা করা, ২০২১ সাল থেকে বন্ধ থাকা এসটিজিটি ও এসটিপিজিটি নিয়োগ প্রক্রিয়া অবিলম্বে পুনরায় শুরু করা, ককবরক বিষয়ের টেট পরীক্ষার প্রশ্নপত্র বাংলা ও রোমান উভয় লিপিতে প্রস্তুত করা এবং এসটি প্রার্থীদের জন্য টেট পরীক্ষায় কাট-অফ নম্বর ৫০% নির্ধারণ করা।
উপজাতি যুব ফেডারেশন কেন্দ্রীয় কমিটি আশা প্রকাশ করেছে যে, রাজ্য সরকার এই দাবিগুলি গুরুত্ব সহকারে বিবেচনা করে বেকার যুবকদের স্বার্থে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে। এই ডেপুটেশনের মাধ্যমে তারা রাজ্যের শিক্ষা ব্যবস্থায় সুষ্ঠু নিয়োগ প্রক্রিয়া এবং সুযোগ সৃষ্টির দাবি জানিয়েছে।
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version