নিউজ ডেস্ক || আসামের বোধোল্যান্ড টেরিটোরিয়াল কাউন্সিল (বিটিসি) নির্বাচনের জন্য রাজ্যের বিজেপি ইউনিট ২৮ জন প্রার্থীর নাম ঘোষণা করেছে। আগামী ২২ সেপ্টেম্বর ভোটগ্রহণের মাধ্যমে এই নির্বাচন অনুষ্ঠিত হবে, এবং ভোট গণনা হবে ২৬ সেপ্টেম্বর। আসাম রাজ্য নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী, বোধোল্যান্ড টেরিটোরিয়াল রিজিয়নের পাঁচটি জেলা—ককরাজহার, চিরাং, বক্সা, উদালগুড়ি এবং তামুলপুর—এই নির্বাচনের আওতায় থাকবে।
নির্বাচন সময়সূচী অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ২ সেপ্টেম্বর, যাচাই-বাছাই ৪ সেপ্টেম্বর এবং মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ৬ সেপ্টেম্বর। এই নির্বাচনে ৩,৩৫৯টি ভোটকেন্দ্রে মোট ২৫.৫৭ লক্ষাধিক ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এর মধ্যে ১৩.২৩ লক্ষ পুরুষ, ১৩.৩৪ লক্ষ মহিলা এবং ১৭ জন ‘অন্যান্য’ শ্রেণির ভোটার রয়েছেন। ২০২০ সালের বিটিসি নির্বাচনের তুলনায় এবার ভোটার সংখ্যা ১১.৩৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তাপ ক্রমশ বাড়ছে। বিজেপি-সহ অন্যান্য রাজনৈতিক দলগুলো তাদের প্রচার ও প্রস্তুতি জোরদার করেছে। এই নির্বাচন বোধোল্যান্ডের রাজনৈতিক ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মনে করছেন বিশ্লেষকরা।
