নিউজ ডেস্ক || ত্রিপুরার রাজধানী আগরতলায় অবস্থিত ভগিনী নিবেদিতা হোস্টেলে আজ জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা আকস্মিক পরিদর্শনে যান। এই হোস্টেলে উপজাতি, সংখ্যালঘু ও ওবিসি সম্প্রদায়ের বহু ছাত্রী থেকে কলেজ ও বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা গ্রহণ করছেন। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে হোস্টেলের বিভিন্ন সমস্যার কথা জানতে পেরে মন্ত্রী সরজমিনে পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।
পরিদর্শনকালে মন্ত্রী ছাত্রীদের সঙ্গে সরাসরি কথা বলেন এবং তাদের দৈনন্দিন জীবনের অসুবিধা ও পরিকাঠামোগত ঘাটতি সম্পর্কে বিস্তারিত জানেন। ছাত্রীরা দীর্ঘদিন ধরে ভোগ করা ছোট-বড় নানা সমস্যার কথা তুলে ধরেন। মন্ত্রী বিকাশ দেববর্মা বলেন, “এই হোস্টেল কেবল থাকার জায়গা নয়, এটি ছাত্রীদের ভবিষ্যৎ গঠনের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র। এখানকার ছাত্রীরা উচ্চশিক্ষা গ্রহণ করে সমাজের বিভিন্ন দায়িত্ব পালন করবে। তাই তাদের কোনো সমস্যায় পড়তে হবে না, সেজন্য সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে।”
তিনি জানান, উত্থাপিত সমস্যাগুলির দ্রুত সমাধানের জন্য সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকদের সঙ্গে তাৎক্ষণিক আলোচনা করা হবে। সরকারের লক্ষ্য হলো ছাত্রীরা নিরাপদ, সুস্থ ও অনুকূল পরিবেশে পড়াশোনা চালিয়ে যেতে পারে। এজন্য প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হবে।
মন্ত্রীর এই উদ্যোগকে ছাত্রী ও অভিভাবকরা ইতিবাচকভাবে গ্রহণ করেছেন। তারা আশা প্রকাশ করেছেন যে, শীঘ্রই হোস্টেলের পরিস্থিতির বাস্তবিক উন্নতি ঘটবে এবং ভগিনী নিবেদিতা হোস্টেল ছাত্রীবান্ধব পরিবেশের একটি আদর্শ দৃষ্টান্ত হয়ে উঠবে।