ভারতীয় সেনাবাহিনীর বীরত্বের প্রতি সম্মান জানিয়ে চড়িলাম ও টাকারজলায় বিশাল তিরঙ্গা র্যালি

নিউজ ডেস্ক || শুক্রবার বিকালে ত্রিপুরার সিপাহীজলা জেলার চড়িলাম বাজার ও টাকারজলা লাম্পরা হাঁটিতে ভারতীয় সেনাবাহিনীর সাহসিকতা ও বীরত্বের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক বিশাল তিরঙ্গা র‍্যালির আয়োজন করা হয়। ভারতীয় জনতা পার্টির (বিজেপি) উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে দলমত নির্বিশেষে প্রায় তিন সহস্রাধিক নারী-পুরুষ অংশগ্রহণ করেন, যা সাম্প্রতিক কালে এই অঞ্চলে বিরল জনসমাগম হিসেবে চিহ্নিত হয়েছে।

চড়িলাম বাজারে আয়োজিত তিরঙ্গা র‍্যালিতে উপস্থিত ছিলেন বিধায়ক সুশান্ত দেব, মন্ডল সভাপতি তাপস দাস সহ বিজেপির অন্যান্য নেতৃবৃন্দ। অন্যদিকে, টাকারজলা মন্ডলে আয়োজিত র‍্যালিতে অংশ নেন মন্ডল সভাপতি নির্মল দেববর্মা, বিজেপি সিপাহীজলা জেলার উত্তরাংশের সংগঠন সম্পাদক বিপ্লব চক্রবর্তী এবং জনজাতি মোর্চার সমস্ত নেতৃত্ব। উভয় র‍্যালি প্রায় দুই কিলোমিটার পথ পরিক্রমা করে, যেখানে “পাকিস্তান নিপাত যাক” স্লোগানে মুখরিত হয় এলাকা।

এই র‍্যালির মূল উদ্দেশ্য ছিল জম্মু-কাশ্মীরের পহেলগাঁওয়ে পাকিস্তানি জঙ্গিদের দ্বারা নিরীহ পর্যটকদের নৃশংস হত্যার প্রতিবাদ এবং ভারতীয় সেনাবাহিনীর ‘অপারেশন সিন্দুর’-এর মাধ্যমে পাকিস্তানকে দেওয়া কঠোর জবাবের প্রতি সমর্থন জানানো। বিধায়ক সুশান্ত দেব ও মন্ডল সভাপতিরা সংবাদকর্মীদের জানান, “ভারতীয় সেনাবাহিনী এই অপারেশনের মাধ্যমে প্রমাণ করেছে যে, ভারতের দিকে আঙুল তোলার দুঃসাহস করলে তার যোগ্য জবাব দেওয়া হবে। আমরা আমাদের বীর জওয়ানদের প্রতি গর্বিত।”

এই কর্মসূচিতে বিজেপির নেতৃত্বাধীন হলেও, শত শত সাধারণ মানুষের অংশগ্রহণ এই র‍্যালিকে জাতীয় ঐক্যের প্রতীক হিসেবে তুলে ধরেছে। চড়িলাম ও টাকারজলার বাসিন্দারা এই ধরনের বিশাল জনসমাগম বহুদিন পর প্রত্যক্ষ করলেন, যা ভারতীয় সেনাবাহিনীর প্রতি স্থানীয় জনগণের অকুণ্ঠ সমর্থন ও শ্রদ্ধার প্রতিফলন।

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version