নিউজ ডেস্ক || ভারতের ইস্পাত শিল্প নিজস্ব সম্ভাবনা ও ভবিষ্যৎ নিয়ে আত্মবিশ্বাসে ভরপুর। বৃহস্পতিবার মুম্বইতে অনুষ্ঠিত ‘ইন্ডিয়া স্টিল – ষষ্ঠ আন্তর্জাতিক প্রদর্শনী ও সম্মেলন’-এর উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি ভাষণ দিতে গিয়ে এ কথা জোর দিয়ে বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি জাতীয় ইস্পাত নীতির আওতায় নির্ধারিত উচ্চাভিলাষী লক্ষ্য তুলে ধরেন, যার মাধ্যমে ২০৩০ সালের মধ্যে দেশের ইস্পাত উৎপাদন ক্ষমতা ৩০ কোটি টনে উন্নীত করার পরিকল্পনা রয়েছে।
প্রধানমন্ত্রী আরও জানান, প্রধানমন্ত্রী গতি শক্তি – জাতীয় মাস্টার প্ল্যানের মাধ্যমে মাথাপিছু ইস্পাত ব্যবহার ২০৩০ সালের মধ্যে বর্তমান ৯৮ কেজি থেকে বেড়ে ১৬০ কেজিতে পৌঁছানোর সম্ভাবনা রয়েছে। তিনি বলেন, “ভারত এখন ৫ ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত হওয়ার লক্ষ্যে এগিয়ে চলেছে। এই লক্ষ্য অর্জনে ইস্পাত শিল্পের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা গর্বিত যে, ভারত এখন বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ইস্পাত উৎপাদনকারী দেশ। জাতীয় ইস্পাত নীতির আওতায় আমরা ২০৩০ সালের মধ্যে ৩০ কোটি টন উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করেছি।”
প্রধানমন্ত্রীর এই বক্তব্য ভারতের ইস্পাত শিল্পের ক্রমবর্ধমান শক্তি এবং অর্থনৈতিক প্রবৃদ্ধিতে এর গুরুত্বপূর্ণ অবদানের উপর আলোকপাত করেছে। এই লক্ষ্য অর্জনের মাধ্যমে ভারত বিশ্ব ইস্পাত শিল্পে আরও শক্তিশালী অবস্থান গড়ে তুলতে প্রস্তুত।