মুম্বইয়ে ওয়েভস শিখর সম্মেলন ২০২৫: আইআইসিটি-র সঙ্গে গ্লোবাল টেক জায়ান্টদের ঐতিহাসিক চুক্তি
নিউজ ডেস্ক || ভারতের মিডিয়া ও বিনোদন ক্ষেত্রে এক নতুন অধ্যায়ের সূচনা হল মুম্বইয়ে অনুষ্ঠিত ওয়েভস শিখর সম্মেলন ২০২৫-এ। এই গুরুত্বপূর্ণ উপলক্ষে গুগল, মেটা, মাইক্রোসফট-সহ সাতটি আন্তর্জাতিক প্রযুক্তি সংস্থা ভারতের নবগঠিত ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ক্রিয়েটিভ টেকনোলজি (আইআইসিটি)-র সঙ্গে সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর করেছে। এই ঐতিহাসিক পদক্ষেপ ভারতকে বিশ্বের সৃজনশীল প্রযুক্তি ক্ষেত্রে নেতৃত্ব দেওয়ার পথে আরও এগিয়ে নিয়ে যাবে।
কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এই অনুষ্ঠানে বলেন, “ভারত মিডিয়া ও বিনোদন জগতে বিশ্বে নেতৃত্ব দিতে প্রস্তুত। বৈশ্বিক সংস্থাগুলো ভারতের সঙ্গে এই ক্ষেত্রে কাজ করতে প্রবল আগ্রহ প্রকাশ করেছে।” তিনি আরও জানান, মুম্বইতে ৪০০ কোটি টাকার তহবিল নিয়ে গঠিত হতে চলা আইআইসিটি আগামী দিনে আইআইটি এবং আইআইএম-এর সমতুল্য মর্যাদা অর্জন করবে। এই প্রতিষ্ঠান এনিমেশন, ভিজ্যুয়াল ইফেক্টস, গেমিং এবং কমিকস (AVGC) ক্ষেত্রে জাতীয় কেন্দ্র হিসেবে গড়ে উঠবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডঃ এল. মুরুগন এবং মন্ত্রকের সচিব সঞ্জয় জাজু। এই উদ্যোগ ভারতের সৃজনশীল শিল্পকে বিশ্বমানের করে তুলতে এবং তরুণ প্রতিভাদের জন্য নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে বলে আশা করা হচ্ছে।