ভারত ছাড়ো আন্দোলন দিবসে শহীদদের শ্রদ্ধা ও যুব কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস উদযাপন

1 Min Read
নিউজ ডেস্ক || আজ ত্রিপুরা প্রদেশ কংগ্রেস ভবনে ভারত ছাড়ো আন্দোলন দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। এই ঐতিহাসিক দিনে দেশের স্বাধীনতা সংগ্রামে আত্মবলিদানকারী বীর শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়েছেন কংগ্রেস নেতৃত্ব। একই সঙ্গে এদিন যুব কংগ্রেসের প্রতিষ্ঠা দিবসও উৎসাহের সঙ্গে উদযাপিত হয়েছে।
এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা, বিধায়ক সুদীপ রায় বর্মণ, বিধায়ক গোপাল চন্দ্র রায়, যুব কংগ্রেস সভাপতি নীলকমল সাহা সহ অন্যান্য নেতৃবৃন্দ।
সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা বলেন, “৯ আগস্ট একটি ঐতিহাসিক দিন। ভারত ছাড়ো আন্দোলনের মাধ্যমে স্বাধীনতা সংগ্রামীদের ত্যাগ ও সংগ্রামের ফলে ব্রিটিশ শাসন ভারত ছাড়তে বাধ্য হয়েছিল। কিন্তু আজ স্বাধীন ভারতে জনগণের অধিকার কেড়ে নেওয়া হচ্ছে। বর্তমানে দেশে দুর্নীতি ছড়িয়ে পড়েছে এবং একটি অপশক্তি গোটা দেশ পরিচালনা করছে। এই অপশক্তির বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধভাবে লড়াই করতে হবে।”
এই উপলক্ষে কংগ্রেস নেতৃত্ব শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের পাশাপাশি জনগণের অধিকার রক্ষার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। যুব কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস উদযাপনের মাধ্যমে তরুণ প্রজন্মকে দেশের উন্নয়ন ও সামাজিক ন্যায়ের লড়াইয়ে এগিয়ে আসার আহ্বান জানানো হয়।
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version