নিউজ ডেস্ক || ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর অষ্টম জাপান সফরে টোকিও পৌঁছেছেন। জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা তাঁকে উষ্ণ স্বাগত জানান। এই সফর ভারত ও জাপানের মধ্যে বিদ্যমান “বিশেষ কৌশলগত ও বৈশ্বিক অংশীদারিত্ব” আরও মজবুত করার লক্ষ্যে গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হচ্ছে।
প্রধানমন্ত্রী ইশিবা এক্স-এ লিখেছেন, “প্রধানমন্ত্রী মোদীকে জাপানে স্বাগত জানাই। আমরা বিভিন্ন ক্ষেত্রে ভারত-জাপান সম্পর্ক আরও শক্তিশালী করার বিষয়ে আলোচনা করব।” মোদীও টোকিওতে পৌঁছে এক্স-এ জানান, “ভারত ও জাপানের উন্নয়ন সহযোগিতা দৃঢ় হচ্ছে। এই সফরে প্রধানমন্ত্রী ইশিবা ও অন্যান্য নেতাদের সঙ্গে ফলপ্রসূ আলোচনা এবং নতুন সহযোগিতার সম্ভাবনা উন্মোচিত হবে বলে আমি আশাবাদী।”
আজ প্রধানমন্ত্রী মোদী ও ইশিবার মধ্যে প্রথম আনুষ্ঠানিক শীর্ষ বৈঠক অনুষ্ঠিত হবে। এছাড়া একটি কর্মরত নৈশভোজ এবং মিয়াগি প্রিফেকচারে যৌথ সফরের পরিকল্পনাও রয়েছে। এর আগে দুই নেতা ২০২৫ সালের জুনে কানাডার জি৭ সম্মেলনে এবং ২০২৩ সালে লাওসে আসিয়ান-ভারত সম্মেলনে সাক্ষাৎ করেছিলেন।
সকালে টোকিওতে একটি বাণিজ্যিক অনুষ্ঠানে ভাষণ দেন মোদী। তিনি বলেন, “গাড়ি শিল্পে আমাদের যৌথ কাজের মতো ব্যাটারি, রোবোটিক্স, সেমিকন্ডাক্টর, জাহাজ নির্মাণ ও পারমাণবিক শক্তি ক্ষেত্রেও বিপুল সম্ভাবনা রয়েছে।” তিনি আরও জোর দিয়ে বলেন, “ভারতীয় ট্যালেন্ট ও জাপানি প্রযুক্তির সমন্বয় এই শতকের প্রযুক্তি বিপ্লবে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে। সবুজ শক্তি, পরবর্তী প্রজন্মের পরিকাঠামো, স্কিল ডেভেলপমেন্ট এবং জনগণের মধ্যে সম্পর্কে যৌথ উদ্যোগে দারুণ সাফল্য সম্ভব।” এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ইশিবার উপস্থিতি এর গুরুত্বকে আরও বাড়িয়ে তুলেছে।