নিউজ ডেস্ক || ত্রিপুরার মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডা.) মানিক সাহা বলেছেন, ‘দৈনিক সংবাদ’ রাজ্যের সংবাদপত্র জগতের এক অগ্রণী নাম, যা ছয় দশক ধরে প্রতিটি গৃহে সুপরিচিত। এই সংবাদপত্রের প্রতিষ্ঠাতা সম্পাদক ও সত্ত্বাধিকারী ভূপেন্দ্র চন্দ্র দত্ত ভৌমিক ছিলেন সাংবাদিকতার এক অবিসংবাদিত ব্যক্তিত্ব। তাঁর ক্ষুরধার ও আপোষহীন সাংবাদিকতার জন্য তদানীন্তন রাষ্ট্রশক্তি তাঁকে জরুরি অবস্থার সময় ১৮ মাস ১৯ দিন কারাবন্দী রেখেছিল।
‘ভূপেন্দ্র চন্দ্র দত্ত ভৌমিক মেরিট কাম মিনস্ অ্যাওয়ার্ড, ২০২৫’ অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী এ কথা বলেন। তিনি আরও জানান, ভূপেন্দ্র চন্দ্র দত্ত ভৌমিক ট্রাস্ট বর্তমানে সাংবাদিকতার পাশাপাশি সমাজসেবায় উল্লেখযোগ্য ভূমিকা পালন করছে। এই ট্রাস্টের উদ্যোগে শনিবার রাজ্যের ৩৫ জন মেধাবী, আর্থিকভাবে দুর্বল এবং বিশেষভাবে সক্ষম শিক্ষার্থীদের এই মর্যাদাপূর্ণ পুরস্কার প্রদান করা হয়েছে।
মুখ্যমন্ত্রী এই উদ্যোগের প্রশংসা করে বলেন, এই ট্রাস্ট শিক্ষার্থীদের সহায়তার মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনছে, যা ভূপেন্দ্র চন্দ্র দত্ত ভৌমিকের স্মৃতিকে সম্মান জানানোর এক অনন্য উপায়।