ভোটের উৎসবে মুখর আসাম, গণতন্ত্রের জয়গান

আসামে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন: ভোটের উৎসবে জনগণের সক্রিয় অংশগ্রহণ

নিউজ ডেস্ক || ত্রিপুরার পাশাপাশি প্রতিবেশী আসাম রাজ্যেও আজ গণতন্ত্রের এক প্রাণবন্ত অধ্যায় লেখা হচ্ছে। ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের ভোটগ্রহণ আজ সকাল সাতটা থেকে রাজ্যজুড়ে শুরু হয়েছে। ভোটকেন্দ্রগুলিতে সকাল হতেই ভোটারদের দীর্ঘ সারি চোখে পড়েছে, যা গণতন্ত্রের প্রতি জনগণের অটুট আস্থা ও উৎসাহের প্রতিফলন।

রাজ্যের প্রত্যন্ত গ্রামাঞ্চল থেকে শহরাঞ্চল—সর্বত্রই ভোটাররা সকালের প্রথম আলো ফোটার সঙ্গে সঙ্গে ভোটকেন্দ্রের দিকে রওনা দিয়েছেন। ভোটাধিকার প্রয়োগের আনন্দ আর প্রত্যাশায় মুখরিত জনগণের মুখ। বিশেষ করে আসামের শ্রীভূমি জেলার বারইগ্রাম এলাকায় এই উৎসবমুখর পরিবেশ সবচেয়ে বেশি লক্ষণীয়। স্থানীয় বাসিন্দারা উৎসবের পোশাকে, পরিবার-পরিজন নিয়ে ভোটকেন্দ্রে ভিড় জমিয়েছেন। নারী ভোটারদের উল্লেখযোগ্য অংশগ্রহণ এই নির্বাচনকে আরও সমৃদ্ধ করেছে।

বারইগ্রামের ভোটকেন্দ্রগুলিতে সকাল থেকেই উপচে পড়া ভিড়। পুলিশ ও নির্বাচন কমিশনের কর্মকর্তারা কঠোর নিরাপত্তা ব্যবস্থা এবং নিরবিচ্ছিন্ন ভোটগ্রহণ নিশ্চিত করতে দিনভর তৎপর রয়েছেন। শান্তিপূর্ণভাবে ভোট প্রক্রিয়া সম্পন্ন হচ্ছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।

এই নির্বাচনে জনগণের সক্রিয় অংশগ্রহণ গণতন্ত্রের প্রতি তাঁদের দায়িত্ববোধ ও বিশ্বাসের স্পষ্ট প্রমাণ। আসামের মানুষ যেভাবে ভোটের উৎসবে সামিল হয়েছেন, তা ভারতের গণতান্ত্রিক ব্যবস্থাকে আরও শক্তিশালী ও সমৃদ্ধ করবে।

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version