নিউজ ডেস্ক || মণিপুরের পার্বত্য অঞ্চলের প্রশাসনিক ব্যবস্থা নিয়ে বিতর্ক আবারও তীব্র আকার ধারণ করেছে। রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী এন বীরেন সিং মণিপুর বিধানসভায় প্রকাশিত পার্বত্য অঞ্চলের শাসনব্যবস্থার নিয়মে ইচ্ছাকৃত পরিবর্তনের গুরুতর অভিযোগ তুলেছেন। তিনি দাবি করেছেন, এই পরিবর্তনের ফলে অবৈধভাবে নতুন গ্রাম ঘোষণা করা হচ্ছে এবং ঐতিহ্য ও আইনকে উপেক্ষা করে নতুন গ্রামের মুখিয়া বা প্রধান নিয়োগ করা হচ্ছে।
বুধবার রাজ্যপাল অজয় কুমার ভাল্লার কাছে লেখা একটি চিঠিতে বীরেন সিং এই বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি জানিয়েছেন, ভারত সরকারের গেজেটে প্রকাশিত মূল বিজ্ঞপ্তি এবং মণিপুর বিধানসভায় প্রকাশিত নিয়মের মধ্যে উল্লেখযোগ্য পার্থক্য রয়েছে। তিনি বলেন, এই পরিবর্তন প্রশাসনিক ও রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে গুরুতর পরিণতি ডেকে আনতে পারে।
চিঠিতে বীরেন সিং বিস্তারিতভাবে ব্যাখ্যা করেছেন যে, ভারত সরকারের গেজেট বিজ্ঞপ্তিতে ‘মুখিয়া বা প্রধানের উত্তরাধিকার নিয়োগ’ (Appointment of succession of the Mukhiya or Pradhan) উল্লেখ থাকলেও, মণিপুর বিধানসভার নিয়মে তা পরিবর্তন করে ‘মুখিয়া বা প্রধানের নিয়োগ বা উত্তরাধিকার’ (Appointment or succession of the Mukhiya or Pradhan) করা হয়েছে। তাঁর মতে, ‘of’ শব্দটি বাদ দিয়ে ‘and’ শব্দ যোগ করায় এই বিধানের সম্পূর্ণ ব্যাখ্যা বদলে গেছে। এর ফলে ঐতিহ্যগত উত্তরাধিকারের পরিবর্তে নতুন মুখিয়া বা প্রধানের সরাসরি নিয়োগের পথ খুলে গেছে।
এই অভিযোগ মণিপুরের পার্বত্য অঞ্চলের প্রশাসনিক কাঠামো এবং রাজনৈতিক স্থিতিশীলতার উপর নতুন বিতর্কের জন্ম দিয়েছে। বীরেন সিংয়ের এই চিঠি রাজ্যের রাজনৈতিক মহলে তীব্র আলোড়ন সৃষ্টি করেছে এবং এই বিষয়ে আরও তদন্তের দাবি উঠছে।