নিউজ ডেস্ক || ভিবিজি রামজি প্রকল্প বাতিল করে মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মসংস্থান গ্যারান্টি আইন (মনরেগা) পুনর্বহালের দাবিতে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস রাজ্যব্যাপী আন্দোলন চালিয়ে যাচ্ছে। রবিবার আগরতলা সার্কিট হাউস সংলগ্ন গান্ধী মূর্তির পাদদেশে গণ অনশন কর্মসূচি পালিত হয়েছে।
এই কর্মসূচি ‘মনরেগা বাঁচাও সংগ্রাম’-এর অংশ হিসেবে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সদর জেলার উদ্যোগে আয়োজিত হয়। অনশনে অংশ নেন কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মণ, প্রদেশ সভাপতি আশিষ কুমার সাহা সহ দলের অন্যান্য নেতৃবৃন্দ। অনশন মঞ্চ থেকে সুদীপ রায় বর্মণ রাজ্য সরকার ও পুলিশের ভূমিকাকে কটাক্ষ করেন। তিনি বলেন, “রাজ্য পুলিশের বার্ষিক রিপোর্টে যে তথ্য তুলে ধরা হয়েছে, তার সঙ্গে বাস্তব পরিস্থিতির কোনও মিল নেই। পুলিশ কর্তারা মিথ্যা তথ্য তুলে ধরছেন।
”ফটিকরায়ের সাম্প্রতিক ঘটনা প্রসঙ্গে তিনি রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতিকে ‘ন্যাক্কারজনক’ বলে অভিহিত করেন এবং পুলিশের গরিমা রক্ষায় ব্যর্থতার অভিযোগ তোলেন। এছাড়া, তিনি পুলিশ আধিকারিকদের অনশন মঞ্চে যোগ দিয়ে অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানান। এই আন্দোলনের প্রভাবে গ্রামীণ কর্মসংস্থানের সমস্যা নিয়ে রাজ্যজুড়ে আলোচনা তীব্র হয়েছে।
কংগ্রেস নেতৃত্বের দাবি, মনরেগা অবিলম্বে পুনর্বহাল না হলে আন্দোলন আরও তীব্রতর হবে। এই ঘটনা রাজ্যের রাজনৈতিক পরিস্থিতিতে নতুন মাত্রা যোগ করেছে, যা গ্রামীণ অর্থনীতির ভবিষ্যতকে প্রভাবিত করতে পারে।
