মহাকুম্ভ: উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের বিশেষ পদক্ষেপ

By onlinenews tripura 1 Min Read

নিউজ ডেস্ক || মহাকুম্ভ মেলায় অংশ নিতে যাওয়া যাত্রীদের নির্বিঘ্ন ও স্বাচ্ছন্দ্যময় যাত্রা নিশ্চিত করতে উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ে একাধিক পদক্ষেপ গ্রহণ করেছে। ইতিমধ্যে, এই অঞ্চলের বিভিন্ন স্টেশন থেকে চার লক্ষাধিক তীর্থযাত্রী প্রয়াগরাজে পৌঁছেছেন, এবং যাত্রীদের সুবিধার্থে অতিরিক্ত ট্রেন পরিচালনাসহ নিরাপত্তা ও সেবার মানোন্নয়ন করা হয়েছে।

মহাকুম্ভ উপলক্ষে ভারতীয় রেলওয়ে প্রায় ১৩,০০০ ট্রেনের মাধ্যমে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ৫০ কোটির বেশি তীর্থযাত্রী বহন করেছে। বর্ধিত যাত্রীসংখ্যা সামলাতে উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ে সাত থেকে আটটি নিয়মিত ট্রেনের পাশাপাশি ২৬টি বিশেষ ট্রেন পরিচালনা করেছে, যার মধ্যে কামাখ্যা, নাহরলাগুন, গুয়াহাটি, কাটিহার, যোগবাণী ও রাঙাপাড়া নর্থ থেকে ট্রেন চালানো হয়েছে।

এখন পর্যন্ত ৩.৩৭ লক্ষ সংরক্ষিত ও ১.০৮ লক্ষ অসংরক্ষিত টিকিটধারী যাত্রী এই বিশেষ ট্রেনগুলির মাধ্যমে প্রয়াগরাজে পৌঁছেছেন। যাত্রী নিরাপত্তা ও ট্রেন পরিচালনার দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে রেলওয়ে সুরক্ষা বাহিনী (RPF), সরকারি রেলওয়ে পুলিশ (GRP) এবং অতিরিক্ত রানিং স্টাফ মোতায়েন করা হয়েছে।

রিয়েল-টাইম মনিটরিং ও ভিড় নিয়ন্ত্রণের জন্য প্রধান স্টেশন ও ডিভিশনে কন্ট্রোল রুম স্থাপন করা হয়েছে। সিসিটিভি নজরদারি বাড়ানোর পাশাপাশি প্রবীণ, নারী ও শিশুদের জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। এই বিশাল আধ্যাত্মিক সমাবেশ নির্বিঘ্ন করতে উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের এই প্রচেষ্টা ভক্তদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাত্রার অভিজ্ঞতা নিশ্চিত করছে।

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version