মহানবমীতে উৎসবের জোয়ার, বিদায়ের সুরে মন ভার

1 Min Read

আগরতলায় মহানবমীর উৎসবে ভক্তির জোয়ার, বিদায়ের প্রহরে বিষাদের ছায়া

নিউজ ডেস্ক || আজ মহানবমী। শরৎকালীন দুর্গোৎসবের অন্যতম গুরুত্বপূর্ণ এই দিনে ত্রিপুরার রাজধানী আগরতলাসহ রাজ্যজুড়ে চলছে উৎসবের শেষপর্বের আয়োজন। এই বছরের মতো মা দুর্গার বাপের বাড়িতে আজ শেষ দিন। নবমীর সন্ধ্যা আরতির পর থেকেই শুরু হয়েছে বিদায়ের সুর। দেবীর মর্ত্যযাত্রার সমাপ্তির প্রহরে বাতাসে মিশে থাকছে একরাশ বিষাদ।
আগরতলার ঐতিহ্যবাহী দুর্গা বাড়িতে মহানবমী উপলক্ষে আজ বিশেষ পুজোর আয়োজন করা হয়েছে। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে পূণ্যার্থীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। নবমী তিথিতে অনুষ্ঠিত হয়েছে চণ্ডীপাঠ, হোমযজ্ঞ ও বিশেষ ভোগ নিবেদন। সন্ধ্যায় মহা আরতিতে ভক্তরা পরম ভক্তিভরে অংশ নিয়েছেন, যা মন্দির প্রাঙ্গণকে এক আধ্যাত্মিক আলোয় উদ্ভাসিত করেছে।
শহরের আকাশে ঢাকের মধুর তাল যেমন উৎসবের আমেজ ছড়িয়েছে, তেমনই দেবীর বিদায়ের সুর মানুষের মনে বিষাদের ছায়া ফেলেছে। তবুও ‘আসছে বছর আবার হবে’—এই আশা নিয়েই ভক্তরা অপেক্ষায় থাকবেন মা দুর্গার পুনরাগমনের।
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version