মাতাবাড়ি ট্যুরিস্ট সার্কিট গঠনে কেন্দ্রের সহযোগিতা আশ্বাস, ত্রিপুরার পর্যটনে নতুন দিগন্ত

1 Min Read
নিউজ ডেস্ক || ত্রিপুরার পর্যটন খাতে নতুন গতি সঞ্চারের লক্ষ্যে “মাতাবাড়ি ট্যুরিস্ট সার্কিট” গঠনের প্রস্তাব নিয়ে কেন্দ্রীয় ডোনারমন্ত্রী জ্যোতিরাদিত্য এম. সিন্ধিয়ার সঙ্গে গুরুত্বপূর্ণ পর্যালোচনা বৈঠকে যোগ দেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। প্রস্তাবিত এই সার্কিট রাজ্যের প্রাকৃতিক, সাংস্কৃতিক ও ধর্মীয় ঐতিহ্যকে একত্রে উপস্থাপন করবে।
৪ রাত ৫ দিনের এই ভ্রমণ পরিকল্পনায় আগরতলা, নীরমহল, সিপাহিজলা, উদয়পুর, ছবিমুড়া ও ডুম্বুরকে অন্তর্ভুক্ত করা হয়েছে। মাতাবাড়ি শক্তিপীঠকে কেন্দ্র করে গড়ে ওঠা এই সার্কিট ২০২৪-২৫ সালের রাজ্যের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের সঙ্গে সামঞ্জস্য রেখে তৈরি হচ্ছে। এর মধ্যে রয়েছে ৯৭ কোটি টাকার শক্তিপীঠ পার্ক ও ৬৯২ কোটি টাকার রোপওয়ে সংযোগ প্রকল্প। সাম্প্রতিক পরিসংখ্যানে দেখা গেছে, সেপ্টেম্বর ২০২৫-এ দেশীয় পর্যটক সংখ্যা ৬৪ শতাংশ বেড়েছে।
বৈঠকে সিন্ধিয়া প্রস্তাবের প্রতি ইতিবাচক সাড়া দিয়ে অর্থায়নের আশ্বাস দেন। “উত্তর-পূর্বাঞ্চলে বিশ্বমানের পর্যটন সার্কিট গড়ে তুলতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ,” বলেন তিনি। মুখ্যমন্ত্রী সাহা জানান, এই প্রকল্প স্থানীয় কর্মসংস্থান সৃষ্টি করবে এবং ত্রিপুরাকে উত্তর-পূর্বের আকর্ষণীয় গন্তব্য হিসেবে প্রতিষ্ঠিত করবে।
প্রকল্পটি বাস্তবায়িত হলে রাজ্যের অর্থনীতি ও পর্যটন খাতে নতুন সম্ভাবনা উন্মোচিত হবে। পরবর্তী পদক্ষেপ হিসেবে বিস্তারিত অর্থায়ন অনুমোদন ও বাস্তবায়ন সময়সূচি নির্ধারণ করা হবে, যা ত্রিপুরাকে একটি সমন্বিত ইকো-সাংস্কৃতিক পর্যটন কেন্দ্রে রূপান্তরিত করতে পারে।
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version